Advertisement
Advertisement

Breaking News

মরণোত্তর শহিদ সম্মান ল্যাব্রেডর ‘মানসী’কে

সেনা কুকুর হিসেবে সেই সম্ভবত প্রথম এই সম্মান পেতে চলেছে৷

'Mansi' Becomes First Dog To Win War Honour After Death
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 7:30 pm
  • Updated:August 15, 2016 7:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে চার বছর৷ কিন্তু দেশের প্রতিরক্ষায় তার কৃতিত্ব কোনও অংশে খাটো ছিল না৷ আর তাই ভারতীয় সেনার ট্র্যাকার কুকুর মানসীকেই এবার দেওয়া হচ্ছে মরণোত্তর শহিদ সম্মান৷

কুপওয়াড়ার বাসিন্দা বসির আহমেদ ছিলেন তার পালক৷ সেনা প্রশিক্ষণে প্রশিক্ষিত মানসী বরাবরই জঙ্গির সন্ধানে  ছিল দক্ষ৷ তার সাহায্যে একাধিকবার জঙ্গি ধরা সম্ভব হয়েছে৷ কাশ্মীরের মতো উপদ্রুত এলাকায় মানসীর মতো দক্ষ কুকুরের সহায়তা ভারতীয় সেনার কাছে অত্যন্ত জরুরি ছিল৷ ২০১৫ তে সেনাকে একাধিক সাফল্যের স্বাদ দিয়েছিল সে৷ কিন্তু এরকমই এক অভিযানে বেরিয়ে আর ফিরে আসেন মানসী৷ শত্রুর আনাগোনা আঁচ পেয়ে বেশ দুর্ভেদ্য জঙ্গলের পৌঁছে গিয়েছিল সে৷ তার ডাক শুনে  শত্রুরা গুলি চালায়৷ মারাত্মক জখম হয় মানসী৷ কিন্তু তার এই সাহসের ফলেই ভারতীয় সেনারা পাল্টা প্রত্যাঘাত করার সুযোগ পেয়েছিল৷ এই অভিযানে মৃত্যু হয়েছিল মানসীর পালক বসিরেরও৷

Advertisement

সেনার মতোই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল মানসীর৷ কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ এবছর তাকে দেওয়া হল মরণোত্তর বিশেষ শংসাপত্র৷ দেশের যুদ্ধ শহিদের সম্মানই  দেওয়া হল বছর চারেকের ল্যাব্রেডরটিকে৷ দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের নাম যে গ্যাজেটে উল্লেখ থাকে, সেখানে থাকবে মানসীর নামও৷ সেনা কুকুর হিসেবে সেই সম্ভবত প্রথম এই সম্মান পেতে চলেছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ