Advertisement
Advertisement
Massive fire

রাতভর লড়াই চালিয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের ৩৫টি ইঞ্জিন, মৃত এক

সোমবার রাতে ২৫-২০ একর জমিতে ছড়িয়ে পড়ে আগুন।

Massive fire in Gurugram's Manesar sparked, shanties gutted | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 26, 2022 3:25 pm
  • Updated:April 26, 2022 3:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার গুরুগ্রাম জেলায় বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন একজন। গুরুতর আহত দুই। সোমবার রাতে ২৫-২০ একর জমিতে ছড়িয়ে পড়ে আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ শতাংশ আগুন নেভানো সম্ভব হয়েছে। আপাতত নিয়ন্ত্রণে অগ্নিকাণ্ড।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আগুনের ভয়াবহতা (Massive fire) ক্রমেই বাড়তে থাকায় দমকলের মোট ৩৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ছ’ঘণ্টারও বেশি সময় পর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় প্রচুর বসতি ছিল। লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় একে একে বহু ঝুপড়ি চলে যায় আগুনের গ্রাসে। কিন্তু ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ব্যাটারদের ভয় পেয়েছেন নাকি! মাস্ক পরে বল করায় ঋষি ধওয়ানকে নিয়ে রসিকতা নেটিজেনদের]

যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর জানাচ্ছে, গুরুগ্রাম জেলার মানেসারের সেক্টর-৬ এলাকার কাছে প্রচুর আবর্জনার স্তূপ জমা করা থাকে। তারই কাছাকাছি বসতির কয়েকজন মহিলা খোলা আকাশের নিচেই উনুনে রান্না করছিলেন। সেখান থেকেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে, দিল্লি-এনসিআর এলাকায় গতকাল সন্ধেয় ধূলিঝড় ওঠে। সেই ধূলিঝড়ের জেরেই আগুন আরও ছড়িয়ে যায়। এমনকী স্থানীয়দের দাবি, একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজও পাওয়া গিয়েছে। আগুনে অনেকের আটকে পড়ার আশঙ্কাও করা হয়েছিল।

এক দমকল আধিকারিক মঙ্গলবার জানান, ঘটনায় এখনও পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। দু’জন আহত। তবে ৯০ শতাংশ আগুনই নিভে গিয়েছে। পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত জানা যায়নি।

[আরও পড়ুন: মালদহ বোমা বিস্ফোরণ: NIA তদন্তের আরজি জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা, দ্রুত শুনানির আবেদন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ