Advertisement
Advertisement

Breaking News

গারদে বিচ্ছিন্নতাবাদী নেতা, কাশ্মীরে পাঠানো হল ১০০ কোম্পানি আধা সেনা

শুক্রবার রাতে কাশ্মীরে নিজের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে।

Massive paramilitary deployment in Kashmir
Published by: Monishankar Choudhury
  • Posted:February 23, 2019 1:12 pm
  • Updated:February 23, 2019 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক হয়েছে আর নয়। ভারতের জমিতে পাকিস্তানের হয়ে গলাবাজি আর চলবে না। শুক্রবার রাতে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিককে গ্রেপ্তার করে সাফ বার্তা দিল কেন্দ্র। পাশাপাশি যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে উপ্যত্যকায় পাঠানো হল ১০০ কোম্পানি আধা সেনা।

[পুলওয়ামা ট্রেলার মাত্র, গোয়েন্দা রিপোর্টে হাড়হিম করা সতর্কবার্তা ] 

Advertisement

শুক্রবার রাতে কাশ্মীরে নিজের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। পাশাপাশি আটক করা হয় জামাত-ই-ইসলামি প্রধান আবদুল হামিদ ফায়াজ-সহ এক ডজন নেতাকে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি করা হয় আর্জেন্ট নোটিস। তড়িঘড়ি বিমানে করে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় ১০০ কোম্পানি আধা সেনা। এদের মধ্যে রয়েছে সিআরপিএফ- ৪৫ কোম্পানি, বিএসএফ-৩৫ কোম্পানি, এসএসবি-১০ কোম্পানি, আইটিবিপি-১০ কোম্পানি। এদিকে পুলওয়ামা হামলার পর থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর উপত্যকা। এদিকে বিচ্ছিন্নতাবাদীদের ধরপাকড়ে যথারীতি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর বক্তব্য, জোর করে কোনও আদর্শকে মুছে ফেলা যায় না। বিশ্লেষকদের একাংশের মতে ভোটের রাজনীতির জন্যই পাকপন্থীদের পাশে দাঁড়িয়েছেন মেহবুবা। এদিকে পুলিশ ও প্রশাসনের দাবি আসন্ন লোকসভা নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। 

Advertisement

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে যাওয়ার সময় পুলওয়ামার কাছে সেনার বিশাল কনভয়ের ভিতরে ঢুকে যায় বিস্ফোরক বোঝাই আত্মঘাতী জঙ্গির গাড়ি। ওই হামলায় ঘটনাস্থলেই শহিদ হন ৪২জন জওয়ান। পরেরদিন হাসপাতালে মৃত্যু হয় আরও ৭ জনের। দেশের ইতিহাসে পুলওয়ামা হামলা অন্যতম ভয়ংকর হামলা বলে চিহ্নিত হয়। শুধু বরফে মোড়া উপত্যকাই নয়, রক্তাক্ত হয় গোটা দেশ। সেনাবাহিনীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। তারপরই উপত্যকার বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর আগে রবিবার মিরওয়াইজ ওমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানি-সহ ৬ জন বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।    

                       [জঙ্গি হামলার সময় আদৌ কি শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি? জানুন সত্যি ঘটনা]                                  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ