Advertisement
Advertisement
Kejriwal Arrest

কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দুই আপ মন্ত্রী

বিক্ষোভের আশঙ্কায় বন্ধ দিল্লির মেট্রো স্টেশনও।

Massive protest in Delhi against arrest of Kejriwal, two minister detained

ছবি: পিটিআই

Published by: Anwesha Adhikary
  • Posted:March 22, 2024 1:59 pm
  • Updated:March 22, 2024 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল দিল্লি (Delhi)। শুক্রবার সকালে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজ। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। বিক্ষোভের আশঙ্কায় আইটিও মেট্রো স্টেশন বিকেল ছটা পর্যন্ত বন্ধ রেখেছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার পরেই দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ডাক দিয়েছে আপ। দিল্লির বিজেপি দপ্তরের সামনেও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আপ মন্ত্রীরা। আইটিও এলাকায় সেই বিক্ষোভে হাজির ছিলেন অতিশী ও সৌরভ। সেখান থেকেই আটক করা হয়েছে দুজনকেই। টেনে হিঁচড়ে তাঁদের বাসে তোলে পুলিশ। আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে আপ মন্ত্রীদের। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

Advertisement

[আরও পড়ুন: কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন ‘গুরু’ আন্না হাজারে, কাকে বিঁধলেন?

মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পরে ব্যাপক প্রতিবাদ হবে গোটা দিল্লি জুড়ে, সেই আশঙ্কায় আগে থেকেই তৎপর ছিল পুলিশ। আপের সদর দপ্তরে পৌঁছনোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিকটবর্তী আইটিও মেট্রো স্টেশনও সকাল আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আপ ও বিজেপির সদর দপ্তরে পৌঁছনোর রাস্তায় জলকামান নিয়ে মোতায়েন রয়েছে সিআরপিএফ।

Advertisement

অন্যদিকে, কেজরির গ্রেপ্তারির বিরোধিতা করে বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ। তবে জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। শুক্রবার ফের কেজরিওয়ালের জামিনের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু মামলার শুনানির আগেই সেটা প্রত্যাহার করে নেওয়া হয়। কেজরির আইনজীবীরা জানান, তাঁরা এবার নিম্ন আদালতে আবেদন করবেন। ওয়াকিবহাল মহলের অনুমান, এর ফলে কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ আরও বাড়তে পারে। 

[আরও পড়ুন: বেনজিরভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীনই গ্রেপ্তার, দিল্লির সরকার চালাতে পারবেন ‘বন্দি’ কেজরি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ