Advertisement
Advertisement

Breaking News

ভোটে হেরে ইভিএম-কে দুষলেন মায়াবতী

বোতাম টিপলেই ভোট পড়েছে বিজেপিতে, অভিযোগ বিএসপি নেত্রীর।

Mayavati blames 'rigged' EVMs for poll debacle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2017 10:01 am
  • Updated:March 11, 2017 12:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি ঢেউয়ে মায়াবতীর নৌকা টলমল। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই বহুজন সমাজ পার্টির অস্তিত্ব সঙ্কটের মুখে। অন্যদিকে, বেলা যত গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে বিজেপি নেতাদের মুখের হাসি। এই পরিস্থিতিতে ভোটে হারার জন্য ইভিএমকে দুষলেন বিএসপি নেত্রী মায়াবতী।

এদিন মায়াবতী বলেন, “ইভিএমে বিজেপি ছাড়া অন্যদের ভোট দেওয়া যায়নি। অন্যান্য দলগুলির ভোটও গিয়েছে তাদের ঝুলিতে।” তবে মায়াবতী স্বীকার করে নিয়েছেন, মুসলিম ভোট বিজেপির পক্ষে পড়েছে। ইভিএমে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কাছে চিঠিও লিখেছেন মায়াবতী। ইভিএমের উপর মানুষ আস্থা হারিয়েছেন বলেও অভিযোগ করেছেন বিএসপি নেত্রী। তাঁর দাবি, নরেন্দ্র মোদি, অমিত শাহ যদি সত্যি মানুষের মন জানতে চান, তাহলে ব্যালট পেপারে ভোটগ্রহণ করুন।

Advertisement

উত্তরপ্রদেশে ৪০৩টি আসনের মধ্যে শেষ পাওয়া খবরে ৩১৬টি আসনে এগিয়ে বিজেপি। মাত্র ১৯টি আসনে এগিয়ে রয়েছেন বিএসপি। ২০১২-য় সমাজবাদী পার্টির কাছে হারের পর তখত হারায় বিএসপি। ২০১৪-র লোকসভা নির্বাচনে মোদি ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিএসপি। এবার ফের মোদি ঢেউয়ের মায়াবতীর নৌকা টলমল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ