Advertisement
Advertisement
Drug

ল্যাবেই তৈরি হত বিষ! রাজস্থান ও গুজরাটে উদ্ধার ৩০০ কোটির ‘মিঁয়াও মিঁয়াও’ মাদক

চক্রের মাথাকে শিগগিরি গ্রেপ্তার করা হবে বলে দাবি এনসিবির।

'Meow meow' drug found from labs in 2 states
Published by: Biswadip Dey
  • Posted:April 28, 2024 11:17 am
  • Updated:April 28, 2024 11:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান (Rajasthan) ও গুজরাট থেকে উদ্ধার হল ‘মিঁয়াও মিঁয়াও’ মাদক। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ অভিযুক্তকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাদকের সন্ধান পেয়েই তল্লাশি চালায় গুজরাট এটিএস ও এনসিবি। গুজরাটের পাশাপাশি রাজস্থানেও চালানো হয় তল্লাশি। তিনটি ল্যাবরেটরিতে পাওয়া যায় মেফেড্রন। যার পরিচিত নাম ‘মিঁয়াও মিঁয়াও’। শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারও নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মোট ১৪৯ কেজি মেফেড্রন (গুঁড়ো ও তরল দুই আকারে) ছাড়াও ৫০ কেডি এফেড্রিন ও ২০০ লিটার অ্যাসিটোনও উদ্ধার করা হয়েছে তিনটি ল্যাবরেটরি থেকে। গুজরাটের (Gujarat) আমরেলিতে এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সাবধান! গরমের পরিত্রাতা আখের রসে মিলছে ‘বিষ’, অভিযান চালিয়ে বিস্ফোরক তথ্য পুরসভার হাতে]

তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই রাসায়নিকগুলো কোথা থেকে এসেছে। কীভাবেই বা তা ছড়িয়ে পড়ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কোনও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। পাশাপাশি এনসিবির তরফে এও জানানো হয়েছে, চক্রের মাথা কে সেসম্পর্কেও খোঁজ মিলেছে। শিগগিরি তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও দাবি সংস্থার।

Advertisement

[আরও পড়ুন: সাবধান! গরমের পরিত্রাতা আখের রসে মিলছে ‘বিষ’, অভিযান চালিয়ে বিস্ফোরক তথ্য পুরসভার হাতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ