Advertisement
Advertisement

বাড়ল আবেদনের বয়সসীমা, রেলে শীঘ্রই ৯০ হাজার নিয়োগ

বহুদিন পর রেলে বিপুল সংখ্যক নিয়োগ। জেনে নিন বিস্তারিত৷

Ministry Of Railways extended upper age limit for all recruitments
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 20, 2018 9:13 am
  • Updated:July 13, 2018 2:57 pm

সুব্রত বিশ্বাস: অবশেষে মেনে নেওয়া হল দাবি। রেলে ৯০ হাজার কর্মী নিয়োগের যে নির্ধারিত বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছিল তার সব ক্ষেত্রেই দু’বছর করে বয়স বৃদ্ধি করা হল। টেকনিক্যাল বা নন টেকনিক্যালে আবেদনকারী জেনারেল বা সংরক্ষিত সব শ্রেণিতেই এই বর্ধিত দু’বছর কার্যকর করা হয়েছে।

রেলমন্ত্রক থেকে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞাপন অনুযায়ী, লোকো পাইলটে অসংরক্ষিত শ্রেণির বয়স ২৮ থেকে ৩০, ওবিসিদের ৩১ থেকে ৩৩, এসসি-এটিদের ক্ষেত্রে ৩৩ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর হয়েছে। চতুর্থ শ্রেণির নিয়োগে অসংরক্ষিতদের বয়স ৩১ থেকে ৩৩, ওবিসিদের ৩৪ থেকে ৩৬, এসসি-এসটিদের ৩৬ থেকে বাড়িয়ে ৩৮ করা হল। নিয়োগের আবেদনে বয়সসীমা কমানোতে আন্দোলন শুরু করেছিলেন বেকাররা। এর প্রেক্ষিতে বয়সসীমা আবার আগের মতোই করা হল।

Advertisement

WhatsApp Image 2018-02-19 at 8.55.58 PM

Advertisement

উল্লেখ্য, ট্রাক মেনটেনার, পয়েন্টস ম্যান, হেল্পার, গেটম্যান থেকে পোর্টার এমনই গ্রুপ সি লেভেল ১-এর প্রায় ৯০ হাজার পদের জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ফিটার, ক্রেন ড্রাইভার, লোহা ও কাঠের কাজের কারিগরের মতো গ্রুপ সি লেভেল ২-এর বিভিন্ন শূন্যপদের জন্য নিয়োগের আহ্বান করা হয়। মাধ্যমিক বা আই টি আই পাশ বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবেন৷ তবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে তা NCVT কর্তৃক স্বীকৃত হতে হবে৷ আই টি আই ট্রেড সার্টিফিকেট SCVT অথবা NCVT কর্তৃক স্বীকৃত হতে হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ফর্ম ফিলাপের সময় সীমা শেষ হলে চলতি বছরের এপ্রিল ও মে মাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে৷ বাকি বিস্তারিত তথ্য মিলবে  রেলের www.rrbahmedabad.gov.in এবং www.indianrailways.gov.in –এ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ