Advertisement
Advertisement
Gujarat

হস্টেলে নমাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপরে হামলা, ভাঙচুর! চাঞ্চল্য গুজরাটে

এখন রমজান চলছে। যেহেতু হস্টেল চত্বরে কোনও মসজিদ নেই, তাই রাত্রিকালীন নমাজ পড়তে হস্টেলের ভিতরেই একত্রিত হয়েছিলেন ওই পড়ুয়ারা। অভিযোগ, সেই সময়ই সেখানে উপস্থিত হয় উত্তেজিত জনতা। তাদের হাতে ছিল লাঠি, ছোরা। তারা হস্টেলে ভাঙচুর চালায়।

Mob allegedly attacks foreign students inside a Gujarat hostel
Published by: Biswadip Dey
  • Posted:March 17, 2024 11:43 am
  • Updated:March 17, 2024 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমাজ পড়ার সময় গুজরাটের (Gujarat) এক হস্টেলে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। হামলায় পাঁচজন বিদেশি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা আফগানিস্তান,শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে এখানে পড়তে এসেছেন।

এখন রমজান চলছে। যেহেতু হস্টেল চত্বরে কোনও মসজিদ নেই, তাই রাত্রিকালীন নমাজ পড়তে হস্টেলের ভিতরেই একত্রিত হয়েছিলেন ওই পড়ুয়ারা। অভিযোগ, সেই সময়ই সেখানে উপস্থিত হয় উত্তেজিত জনতা। তাদের হাতে ছিল লাঠি, ছোরা। তারা হস্টেলে ভাঙচুর চালায়। হস্টেলের নিরাপত্তা রক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আক্রান্তদের পড়ুয়াদের অন্যতম, আফগানিস্তানের নাগরিক এক ছাত্র সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ”ওরা ঘরের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। ল্যাপটপ, ফোন, বাইক সব ক্ষতিগ্রস্ত হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]

জানা যাচ্ছে, হামলার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশাল মিডিয়ায় হামলার পরে ক্ষতিগ্রস্ত বাইক, ভাঙা ল্যাপটপের ছড়িয়ে ছিটিয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে। হস্টেল লক্ষ করে উন্মত্ত জনতাকে ঢিল ছুড়তেও দেখা গিয়েছে। বিদেশি পড়ুয়ারা বলছেন, এই পরিস্থিতি একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি এই হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তাঁর প্রশ্ন, ”এটা গণ মৌলবাদীকরণ নয়?”

Advertisement

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ