BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী প্রৌঢ়া

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 11, 2017 11:45 am|    Updated: February 11, 2017 11:45 am

Monkey trouble: Kerala woman ends life by consuming acid

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁদরদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। অবাক করা এই ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরম জেলায়। সেখানকার ভেল্লারাদা পার্বত্য এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর পুষ্পলতা এই কাণ্ডটি ঘটিয়েছেন গত মঙ্গলবার। একটি কুড়েঘরে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন ৫২ বছরের পুষ্পলতা।

(রাজধানীতে যাত্রা শুরু বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের)

পুলিশ জানিয়েছে, এক বছর আগে স্বামীহারা হয়েছেন মৃতা। বহুদিন ধরেই বাঁদরদের জ্বালায় টেকা দায় হয়ে গিয়েছিল পুষ্পলতার। বাঁদররা হানা দিয়ে মাঝেমধ্যেই তাঁর কুড়েঘরের জিনিসপত্র তছনছ করে দিত, খাবারদাবার ফেলে দিত। এমনকী খাবার তুলেও নিয়ে চলে যেত। জানা গিয়েছে, ঘরের পাশেই একটি রবার গাছে বাঁদরগুলির বাস ছিল। গাছ থেকে লাফ দিয়ে কুড়েঘরের ছাদ দিয়ে তারা ঢুকত। বাঁদরদের উপদ্রব এতই বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন ওই প্রৌঢ়া, জানিয়েছেন তাঁর ছেলে। মৃতার প্রতিবেশীরাও বহুদিন আগে বাঁদরের জ্বালায় এলাকা ছেড়ে চলে গিয়েছিল।

(তৈরি ‘আয়রন ডোম’, ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপন করল ভারত)

(‘সিদ্দারামাইয়া গদি বাঁচাতে ১,০০০ কোটি টাকা দিয়েছেন কংগ্রেস হাইকমান্ডকে!’)

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে