Advertisement
Advertisement

‘মুডিজ’ রেটিংয়ে চাঙ্গা মোদি, চুপ বিরোধী শিবির

রেটিংয়ের প্রভাবে বাড়ল টাকার দাম, চাঙ্গা শেয়ার বাজার।

Moody’s upgrade India’s credit ranking, share market leaps
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2017 8:13 am
  • Updated:September 23, 2019 5:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট নির্বাচনের আগে আন্তর্জাতিক সংস্থার রেটিংয়ে চাঙ্গা বিজেপি। দীর্ঘ ১৩ বছর পর মার্কিন সংস্থা মুডিজ-এর বিচারে রেটিং বাড়ল ভারতের। জিএসটি, নোট বাতিল-সহ কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনই পরিস্থিতিতে মার্কিন রেটিং সংস্থার রিপোর্টে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। ধাক্কা খেয়েছে বিরোধী শিবির।

[ব্রিটিশ পুলিশকে প্রশিক্ষণ দেবেন কলকাতার এই মহিলা]

Advertisement

মুডিজের রেটিংয়ে ‘Baa2’ স্তর থেকে বেড়ে ভারর্ট পৌঁছেছে ‘Baa3’-র পর্যায়ে। এই রেটিং বৃদ্ধির ফলে একধাক্কায় চারশো পয়েন্ট বেড়েছে সেনসেক্স। ফলে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলি থেকে সরকারের ঋণ পাওয়া আরও সহজ হবে। এমনকী এই সুবিধা পাবে ভারতীয় কর্পোরেট সংস্থাগুলিও। স্বাভাবিক ভাবেই দেশে লগ্নি ও ব্যবসার জায়গা আরও বাড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। মার্কিন সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক সংস্কারের ফলে আর্থিক বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ভারত। দীর্ঘমেয়াদে ঋণের চাপ ও বিনিয়োগের ক্ষেত্রেও সুফল নিয়ে আসবে মোদি সরকারের সংস্কার। দীর্ঘমেয়াদিভাবে বিএএ রেটেড বহু দেশের থেকে ভারতের বৃদ্ধি অনেক বেশি হারে হবে বলে মন্তব্য করেছে তারা। যদিও আন্তর্জাতিক এই রেটিং এজেন্সি সাবধান করেছে যে, আকাশছোঁয়া ঋণ দেশের আর্থিক উন্নতির পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে।

Advertisement

এমনকী আগামী আর্থিক বছরের মধ্যে দেশের জিডিপি ৭.৫ শতাংশ বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে মুডিজ। এই রেটিং বৃদ্ধির জেরে স্বাভাবিক ভাবেই শেয়ার বাজারে চাঙ্গাভাব। সেনসেক্স এক ধাক্কায় বেড়েছে ৪০০ পয়েন্ট। রেকর্ড উচ্চতায় নিফটিও। ডলারের তুলনায় টাকার দর বেড়েছে প্রায় ৭০ পয়সা। গুজরাট ভোটের আগে মুডিজের রেটিং নিয়ে কার্যত চুপ বিরোধী শিবির। বিজেপির দাবি বিখ্যাত মার্কিন সংস্থাটির রিপোর্টে কার্যত ভোঁতা তাদের ‘জিএসটি’ অস্ত্র। রেটিং সামনে আসতেই মোদি সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা করে টুইট করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেসের নাম না করেই তাঁর কটাক্ষ, “যাঁরা আমাদের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার তাঁরা ভেবে দেখুন। সরকারের অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপের সারবত্তাকেই তুলে ধরেছে মুডিজ।”

[আগামী নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়তে চান এই পর্নস্টার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ