Advertisement
Advertisement

মেয়ের ‘ফ্রি সেক্স’-এর দাবিকে সমর্থন মায়েরও!

যৌন স্বাধীনতার কথা বলতে গিয়ে বিপাকে পড়েছিলেন কবিতা৷ এমনকী তাঁর মাকে টেনে সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ৷তবে মেয়ের যৌন স্বাধীনতার ধারণাকে পূর্ণ সমর্থন জানালেন তাঁর মা৷

Mother-Shut-Down-Internet-Trolls-Free-Sex
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 2:31 pm
  • Updated:May 16, 2016 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা আজ আর তেমন গোপন কিছু নয়৷ পাল্টানো সময়ে সামাজিক সংস্কারের বেড়া টপকে মানুষ যেমন স্বাধীনভাবে যৌনতা নিয়ে আলোচনা করেন৷ তেমন কথা চলে যৌন স্বাধীনতা বা সেক্সুয়াল ফ্রিডম নিয়েও৷ কিন্তু বাস্তবের ছবিটি মাঝেমধ্যেই পাল্টে যায়৷ আর তাই এ কথা বলতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় বিপাকে পড়েছিলেন সমাজকর্মী কবিতা কৃষ্ণণ৷ তবে মেয়ের যৌন স্বাধীনতার ধারণাকে পূর্ণ সমর্থন জানালেন তাঁর মা৷

যে ফেসবুক স্বাধীন মতামত প্রকাশের মাধ্যম, সেখানেই যৌন স্বাধীনতার কথা বলতে গিয়ে বিপাকে পড়েছিলেন কবিতা৷ এমনকী তাঁর মাকে টেনে সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ৷ জনৈক মন্তব্যকারী সরাসরি প্রশ্ন তুলেছিলেন, কবিতার মা-ও কি স্বাধীনভাবে যৌনতা করেছেন? উত্তরে মায়ের হয়েই কথা বলেছিলেন কবিতা৷ জানিয়েছিলেন, এ নিয়ে তাঁর মায়ের কোনও সংস্কার থাকার কথা নয়৷

Advertisement

তবে উত্তর দিয়ে চমকে দিয়েছেন কবিতার মা লক্ষ্মী কৃষ্ণণ স্বয়ং৷ ওই মন্তব্যকারীকে উদ্দেশ্য করে তাঁর উত্তর, তিনি স্বাধীন যৌনতায় বিশ্বাস করেন৷ নিজের জীবনে যৌনতার ক্ষেত্রে তিনি সঙ্গী নির্বাচনের স্বাধীনতাকেই প্রাধান্য দিয়ে এসেছেন৷ পাশাপাশি তাঁর মন্তব্য, তিনি চান প্রতিটি নারীই যেন যৌন স্বাধীনতায় বিশ্বাস করেন৷ যৌনতার ক্ষেত্রে নিজস্ব মতামত যেন গুরুত্বপূর্ণ, তেমনই কোনও রকম জোরকে যেন কেউ প্রশ্রয় না দেন, সে কথাও জানিয়ে রাখলেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement