Advertisement
Advertisement

ধর্ষণে অভিযুক্ত বেকসুর খালাস, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা।

MP: Rape victim take poison outside CM's residence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2018 9:09 am
  • Updated:January 21, 2018 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকসুর খালাস পেয়েছে ধর্ষণে অভিযুক্ত। তাই হতাশায় মুখ্যমন্ত্রীর বাসবভনের বাইরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নির্যাতিতা। অভিযোগ, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলেও অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পর ছেড়েও দিয়েছে। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আত্মহননের পথ বেছে নেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাসভবনের বাইরে।

[রক্তাক্ত বন্ধুকে বাঁচাতে সাহায্যের আবেদন কিশোরের, দাঁড়িয়ে দেখল পুলিশ!]

এই ঘটনার পর নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে

Advertisement

উল্লেখ্য, অভিযুক্তকে গ্রেপ্তারের পর মুক্তি দিয়েছে পুলিশ। এই দেখে সুবিচারের আশা ছেড়ে দেন নির্যাতিতা যুবতী। বুঝতে পারেন সুবিচার পাবেন না। তাই প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রীর বাসভনের বাইরেই আত্মঘাতী হওয়ার সিন্ধান্ত নেন। চেষ্টার ত্রুটি করেননি। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে বিষ খান তিনি। এমনিতেই সংরক্ষিত এলাকায় সাধারণের চলাচল কম। সেখানে এক যুবতীকে অসংলগ্ন আচরণ করতে দেখে ছুটে আসে পুলিশ  ও নিরাপত্তারক্ষীরা। যুবতী বিষ খেয়েছে বুঝতে পেরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় বীতশ্রদ্ধ হয়েই এই পথ বেছে নিয়েছিলেন নির্যাতিতা। শেষপর্যন্ত পাওয়া খবরে চিকিৎসাধীন যুবতীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

নিজের বাসভবনের বাইরে এহেন চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া জানাননি শিবরাজ সিং চৌহান। মুখ খোলেনি পুলিশও।

[অপমানের বদলা! প্রিন্সিপালকে গুলি করে খুন দ্বাদশ শ্রেণির ছাত্রর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement