Advertisement
Advertisement

চোখের নিমেষে আগুন নেভাতে আসছে রোবট!

দ্রুত এবং উন্নত পদ্ধতিতে আগুন নেভানোর জন্য তাই রিমোট কন্ট্রোলড রোবট কেনার চিন্তা ভাবনা করছে মুম্বইয়ের দমকল বিভাগ৷

Mumbai Fire Department plans to use remote-controlled robots to douse blazes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 9:28 pm
  • Updated:September 24, 2016 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ থেকেই আগুন নেভানোর দায়িত্বে দেখা যাবে রোবটদের৷ না, পাশ্চাত্যের কোনও শহরে নয়৷ খোদ ভারতেই এমন অভিনব কাণ্ড ঘটতে চলেছে৷

অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে মুম্বই৷ দ্রুত এবং উন্নত পদ্ধতিতে আগুন নেভানোর জন্য তাই রিমোট কন্ট্রোলড রোবট কেনার চিন্তা ভাবনা করছে মুম্বইয়ের দমকল বিভাগ৷ ঠিক হয়েছে মোট তিনটি এই ধরনের রোবট কেনা হবে৷ যা তিনটি আলাদা দমকলে রাখা হবে৷ দমকলবাহিনীর চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হবে এই বোরটগুলি৷ ৮০ মিটার পর্যন্ত জল স্প্রে করার ক্ষমতা রয়েছে এদের৷ শহরের উঁচু বিল্ডিংগুলিতে আগুন লাগলে তা নেভাতে বেশ সমস্যায় পড়েন দমকল কর্মীরা৷ আবার অনেক সময় কোনও গভীর খাদে আগুন লাগলেও তা নেভানো কঠিন হয়ে পড়ে৷ বিজ্ঞানের উন্নতিতে এবার সেই সমস্যারও সমাধান হতে চলেছে৷

Advertisement

4_1474696283

Advertisement

শুক্রবার মুম্বইয়ের বাইকুল্লায় দমকলের হেড কোয়ার্টারে কর্মীদের এ ধরনের রোবট ব্যবহারের বিষয়ে নানা খুঁটিনাটি তথ্য দেওয়া হয়৷ জানা গিয়েছে, এক একটি রোবটের দাম ২ কোটি টাকা৷ তাই রোবটগুলি কেনার আগে চলছে বিস্তর আলোচনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ