Advertisement
Advertisement

প্রতিশ্রুতিভঙ্গে কোচিং সেন্টারের বিরুদ্ধে মামলায় জয়ী ছাত্রী

পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য কোচিং সেন্টারের বিরুদ্ধে মামলা করে জয়ী৷

mumbai-girl-sues-coaching-class-for-low-hsc-score
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2016 8:46 pm
  • Updated:May 27, 2016 8:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রতিশ্রুতি দিয়ে না রাখা এদেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে খুব পরিচিত ছবি৷ তা যে পাল্টানো উচিত এমনটা অনেকেই ভাবেন৷ কিন্তু কজন কাজে করে দেখান৷ মুম্বইয়ের অভিব্যক্তি বর্মা সেই নিরিখে এক উজ্জ্বল ব্যতিক্রম৷ পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য কোচিং সেন্টারের বিরুদ্ধে মামলা করে জয়ী হল তাঁর পরিবার৷

অভিব্যক্তি মুম্বইয়ের বাসিন্দা৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে৷ তাই ‘অক্সফোর্ড কোচিং সেন্টার’-এ ভর্তি হয়েছিল সে৷ এই সেন্টারের নিয়ম অনুযায়ী অঙ্ক ও রসায়ন পড়ানোর জন্য শিক্ষক যাওয়ার কথা ছিল তাঁর বাড়িতে৷ প্রথমে এমন একজন শিক্ষককে পাঠানো হয় যিনি ক্লাস এইটের ছাত্রদের পড়িয়ে থাকেন৷ মেয়ের পড়াশোনা নিয়ে ভয় পেয়ে অভিব্যক্তির মা নীনা আবার সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন৷ তখন সেন্টারের তরফে একজন শিক্ষক পাঠানো হয়৷ কিন্তু তিনি হিন্দি মাধ্যমের শিক্ষক৷ ফলত ইংরেজি মাধ্যমের অভিব্যক্তিকে পড়াতে অপারগ ছিলেন৷ এর কিছুদিন পর আবার এক শিক্ষককে পাঠানো হয়৷ তিনি আইআইটির ছাত্র হলেও অভিব্যক্তিকে ঠিকমতো পড়াতে পারেননি৷ এইসব করেই বেশ কিছুটা সময় চলে যায়৷ ফলত পরীক্ষার জন্য ভাল প্রস্তুতি নিতে পারেনি অভিব্যক্তি৷ পরীক্ষায় তাঁর ফল ভাল হয়ওনি৷ এর পরেই অভিব্যক্তির অ্যাডভোকেট মা কোচিং সেন্টারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ যদিও আদালতের পাঠানো নোটিসে কান দেয়নি সেন্টারটি৷ তারপরই আদালত ওই সেন্টারকে জরিমানা দেওয়ার নির্দেশ দেয়৷ পড়াশোনায় ক্ষতি হওয়ার দরুণ প্রায় ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেন্টারটিকে৷

Advertisement

বিভিন্ন সময়েই বিজ্ঞাপনের প্রতিশ্রুতি রক্ষিত হয় না৷ তবে অভিব্যক্তির এই ঘটনা সেই সমস্ত প্রতিশ্রুতিভঙ্গের বিরুদ্ধে দৃষ্টান্ত হয়ে থাকল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ