Advertisement
Advertisement
Nagpur

হাতুড়ি দিয়ে লিভ ইন সঙ্গিনীকে খুন, তিন বছরের ছেলেকে মেরে আত্মঘাতী যুবক!

খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Nagpur man allegedly kills live-in partner

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:April 14, 2024 11:58 am
  • Updated:April 14, 2024 11:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন সঙ্গীকে হাতুড়ি দিয়ে খুন ও তিন বছরের সন্তানকে গলা টিপে বা বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল বছর তিরিশের এক যুবকের বিরুদ্ধে। পরে তাঁর ঝুলন্ত দেহও উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছেন। মর্মান্তিক এমন হত্যাকাণ্ড ঘটেছে নাগপুরে (Nagpur)।

পুলিশ জানিয়েছে, যুবকের নাম শচীন বিনোদকুমার রাউত। তিনি থাকতেন ২৯ বছরের নাজনিনের সঙ্গে। তাঁদের তিন বছরের সন্তানের নাম যুগ। নাগপুরের গোল্ডেন কি হোটেলে উঠেছিলেন তাঁরা। সেখানেই শনিবার সন্ধ্যায় তিনজনের দেহ দেখতে পান হোটেলের কর্মীরা। খবর যায় পুলিশে। মনে করা হচ্ছে, স্ত্রী নাজনিনকে হাতুড়ি চালিয়ে খুন করেছেন শচীন। হত্যা (Murder) করেছেন একরত্তি পুত্রসন্তানকেও। তবে গলা টিপে শ্বাসরোধ করে নাকি বিষ খাইয়ে তাকে মারা হচ্ছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুজনকে খুন করে শচীন আত্মহত্যা করেছেন বলে মনে করছেন পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: স্লিপার সেল, রাঁচিতেও আইএস মডিউলের হদিশ! কাঁথিতে ধৃত জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য]

তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিলিং পাখা থেকে ঝুলছিলেন শচীন। অন্যদিকে নাজনিন পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। তাঁর মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তবে যুগের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। জানা গিয়েছে, পেশায় ট্রাক চালক শচীন আগে বিয়ে করেছিলেন। সেই পক্ষের দুটি সন্তানও রয়েছে তাঁর। তবে স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই নাজনিনের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। কিন্তু তদন্তে উঠে আসছে, সম্প্রতি নাকি নাজনিনকে এড়িয়ে চলছিলেন শচীন। যা নিয়ে দুজনের প্রায়ই ঝগড়া হত। শেষপর্যন্ত গত শুক্রবারই ৫০০ টাকার স্টাম্প পেপারে দুজনে চুক্তি করেন তাঁরা এবার থেকে আলাদা থাকবেন। এর পরই শনিবার তাঁরা হোটেলে ওঠেন। আর তার পরই ঘটে গেল অনভিপ্রেত এই ঘটনা। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সেটাও।

Advertisement

[আরও পড়ুন: ইরানের ড্রোন রুখে দিচ্ছে ইজরায়েলের ‘লৌহবর্ম’, কী এই ‘আয়রন ডোম’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ