Advertisement
Advertisement

Breaking News

চণ্ডীগড় বিমানবন্দর হোক শহিদ ভগৎ সিংয়ের নামে, উঠল দাবি

যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন৷

Name Chandigarh Airport After Bhagat Singh, demands opposition MPs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 11:32 am
  • Updated:December 28, 2019 5:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ দিবসের আগে থেকেই চণ্ডীগড় বিমানবন্দর ভগৎ সিংয়ের নামে করার দাবি উঠল৷ রাজ্যসভায় এ দাবি তুললেন বিরোধীরা৷ সে নিয়ে আজ উঠল বিতর্কও৷

 [ শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে ]

Advertisement

এদিন রাজ্যসভার সিপিএম সাংসদ জানান, এই প্রস্তাব শহিদ দিবসের আগেই উঠেছিল৷ পাঞ্জাব প্রশাসন তাতে সম্মতিও দিয়েছিল৷ যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন৷ এ নিয়ে শহিদ দিবসের আগেই রাজ্যসভায় যথেষ্ট বিতর্ক হয়৷ এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া জানান, একদিকে বিমানবন্দর ভগৎ সিংয়ের নামে করার দাবি উঠেছে৷ পাশাপাশি বিজেপির তাতে কিছু আপত্তিও আছে৷ যদিও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি তা অস্বীকার করে জানাচ্ছেন, শহিদের নামে বিমানবন্দর করতে কারও কোনও আপত্তি নেই৷ কেউ কখনও তা নিয়ে আপত্তি তোলেননি জানিয়ে মন্ত্রীর বক্তব্য, এ নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ জেডিইউ নেতাও একই দাবিতে বিরোধীদের সঙ্গে একজোট হন৷ কেন শহিদ দিবসেও এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল না সে প্রশ্নও ওঠে৷ সরকারের তরফে পাল্টা জানানো হয়, এ বিষয় সরকার যা পরামর্শ নেওয়ার নিয়েছে৷ সেইমতোই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ একই সঙ্গে শহিদ দিবসে দু-মিনিট নীরবতা পালনের দাবিও উঠেছে সংসদে৷

Advertisement

[প্রাণহানির আশঙ্কায় পুলিশে অভিযোগ নারদকর্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ