Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

‘মোদির পায়ে মাথা ঠেকিয়েছে দেশের সেনা’, এবার মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি কংগ্রেসের।

Nation’s Army bowing at PM’s feet, says Madhya Pradesh Deputy CM

মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়া।

Published by: Amit Kumar Das
  • Posted:May 16, 2025 8:45 pm
  • Updated:May 16, 2025 8:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রী বিজয় শাহর পর এবার অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়ার। দেশের সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে মাথা ঠেকিয়েছে বলে দাবি করলেন বিজেপির এই মন্ত্রী। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। দেশের সেনাকে নিয়ে এমন কুমন্তব্যের জেরে উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে বিরোধী দল কংগ্রেস।

জানা গিয়েছে, শুক্রবার জব্বলপুরে সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টারে উপস্থিত হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী জগদীশ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি। উপস্থিত অভ্যাগতদের উদ্দেশে তিনি বলেন, “আমি অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই গোটা দেশ, দেশের সেনা ও জওয়ানদের। ওনারা সকলে প্রধানমন্ত্রীর চরণে মাথানত করেছেন। ওনার চরণে নতমস্তক হয়েছে গোটা দেশ। কারণ উনি যোগ্য জবাব দিয়েছেন।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নেয়। এই ঘটনায় সাংবাদিক বৈঠক করে মন্ত্রীর বিরুদ্ধে সরব হন মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিঙ্গার। তোপ দেগে বলেন, ওনাদের এক মন্ত্রী সেনা আধিকারিককে উদ্দেশ্য করে কুমন্তব্য করলেন, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হল না। এবার খোদ উপমুখ্যমন্ত্রী দেশের পুরো সেনাবাহিনীকে অপমান করল। আমার চাই এই বিজেপি নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

যদিও এবারও চেনা সুরে নিজের সাফাই দিয়েছেন বিজেপির ওই মন্ত্রী। জগদীশের দাবি, তাঁর মন্তব্যকে ভুল ভাবে উপস্থাপনা করা হচ্ছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশকে সেই ঘটনার ব্রিফ করেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। তাঁকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে উল্লেখ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। বিজয় বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।” এই মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তাঁর মন্তব্যের জেরে আদালতে মামলার পাশাপাশি দেশজুড়ে দায়ের হয় এফআইআর। এবার সেই পথে হেঁটে বিতর্ক আরও বাড়ালেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement