Advertisement
Advertisement

Breaking News

বড়সড় সাফল্য পুলিশের, মাও ক্যাম্প থেকে উদ্ধার বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক

গোপনে শক্তি বাড়চ্ছে মাওবাদীরা?

Naxal hideout busted in Chhattisgarh, arms recovered
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2018 2:00 pm
  • Updated:June 4, 2018 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মাওবাদী বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ৷ রবিবার গভীর রাতে অভিযানে নেমে বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি-সহ বিস্ফোরক তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার হয়েছে৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোলামপলি, চিন্তাগুপ, ভিজি এলাকায় যৌথ অভিযান শুরু করে টাক্স ফোর্স ও কোবরা বাহিনী৷ অভিযানে নেমেই মাওবাদী একটি ক্যাম্প ধ্বংস করে দেন যৌথ বাহিনীর জওয়ানরা৷ মাও ক্যাম্পে অভিযানের আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে গভীর জঙ্গলে আত্মগোপন করে চার-পাঁচ জনের  মাওবাদীদের একটি দল৷ শুরু হয় উভয়পক্ষের গুলির লড়াই৷ অভিযান চলাকালীন মাওবাদীদের আক্রমণে এসটিএফের এক জওয়ান গুরুতর জখম হন৷ পরে তাঁকে ছত্তিসগড়ের সুকমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ পরে পরিস্থিতি উন্নতি না হওয়ায় তাঁকে রায়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷

Advertisement

[শততম ম্যাচে নামছেন সুনীল, দেশের ফুটবলারদের পাশে থাকার ডাক অভিনেত্রীর]

মাও দমনে দেশজুড়ে চলতে থাকা গ্রিন হান্ট অভিযান শুরু করেছে কেন্দ্র৷ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, মহারাষ্ট্রে চলছে লাগাতার অভিযান৷ সম্প্রতি, মাও-দমন অভিযানে সব থেকে বড় সাফল্যের দাবি জানিয়েছে মহারাষ্ট্র সরকার৷ টানা দুদিনের অভিযান চালিয়ে ২৫ জন মাওবাদীকে নিকেশ করেছে মহারাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বাহিনী৷ গড়চিরোলির ইন্দ্রাবতী নদীর ধার থেকে উদ্ধার হয় আরও ১১ জন মাওবাদীর দেহ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র৷

Advertisement

এর আগেও ছত্তিসগড়ে একাধিক অভিযান হয়েছে৷ কিন্তু, অভিযান চললেও গত মাসের শেষের দিকে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ছ’য় জওয়ানের৷ রুটিন মাফিক দান্তেওয়াড়ার চোলনার গ্রামে টহল দেওয়ার সময় আর্মড ফোর্সের গাড়ি বিস্ফোরণে উড়ে যায়৷

কিন্তু, কোটি কোটি টাকা খরচ করে যখন ‘গ্রিন হান্টে’র নামে মাওবাদী দমনে উঠেপড়ে লেগেছে কেন্দ্র, ঠিক তখনই ছত্তিশগড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ও গভীর জঙ্গল থেকে আইইডি বিস্ফোরক সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখেই কেন্দ্রের মাও দমন অভিযান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ