সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চের প্রথমেই গ্রাহকদের উপর নতুন শর্ত চাপাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এবার থেকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেই দিতে হবে জরিমানা৷ পয়লা এপ্রিল থেকে লাগু হবে এই নয়া নিয়ম৷ এবার থেকে মেট্রোপলিটন এলাকার এসবিআই ব্যাঙ্কগুলির অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ৫০০০ হাজার টাকা৷ আর মফস্বলে অবস্থিত এসবিআই গুলির অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৩০০০ টাকা৷ গ্রামের ক্ষেত্রে এই টাকার অঙ্ক ১০০০ করা হয়েছে৷
‘ঐতিহাসিক’ স্বাস্থ্য বিলে রোগীর স্বার্থে কী প্রস্তাব মুখ্যমন্ত্রীর?
ন্যূনতম টাকা অ্যাকাউন্টে না থাকলে কত টাকা কাটা হবে? জানা গিয়েছে, এই চার্জ কাটা হবে কতটা ন্যূনতম ব্যালেন্স থাকা উচিত, আর কত টাকা রয়েছে তার পার্থক্যের নিরিখে৷ যেমন, মেট্রোপলিটন এলাকার অ্যাকাউন্টে ৭৫ শতাংশ কম থাকলে পেনাল্টি দিতে হবে ১০০ টাকা এবং সেই সঙ্গে সার্ভিস চার্জ৷ ৫০-৭৫ শতাংশ কম ন্যূনতম ব্যালেন্স থাকলে সার্ভিস চার্জ সহ ৭৫ টাকা দিতে হবে৷ আর ৫০ শতাংশ কম ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে পেনাল্টি ধার্য করা হয়েছে ৫০ টাকা৷ গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে ২০ থেকে ৫০ টাকা৷
দেশের জিডিপি বদলাতে চাই ভূগোল নয়, ভাইরাল অনামী যুবার প্ল্যাকার্ড বার্তা