Advertisement
Advertisement
INDIA

এবার ভোপালে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক! ভোটমুখী মধ্যপ্রদেশেই মিলিত হবেন বিরোধীরা?

চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।

Next meeting of INDIA may be held in Bhopal। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 2, 2023 2:04 pm
  • Updated:September 2, 2023 2:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভোপালে বৈঠকে বসতে চলছে ইন্ডিয়া জোট! সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বইয়ের পর মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চতুর্থ দফা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে এই ২৮টি বিরোধী দলের জোটের।

পাটনা ও বেঙ্গালুরুর পর ২৮টি বিরোধী দলের বৈঠক ছিল মুম্বইয়ে। বাণিজ্যনগরীর পর মধ্যপ্রদেশের ভোপাল শহরে পদ্মশিবিরের বিরুদ্ধে চতুর্থ দফা বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রত্যেক মরশুমে সঙ্গী বদলে ফেললে…’, লিভ ইন সম্পর্ককে তোপ এলাহাবাদ হাই কোর্টের]

উল্লেখ্য, গত ৩১ আগস্ট থেকে মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া জোটের তৃতীয় দফার দু’দিন ব্যাপী বৈঠক। ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথাও ঘোষণা করা হয়েছে বৈঠকের পরে। শোনা গিয়েছে, বিরোধীদের মধ্যে মতানৈক্যের কারণেই এখনও লোগো প্রকাশিত করা হয়নি। মনে করা হচ্ছে, শিগগিরি লোগো ও জোটের মুখপাত্রের নাম ঘোষণা করা হবে।

Advertisement

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হয়ে গেলেও জোটের অন্দরে মতানৈক্য স্পষ্ট। বিজেপি বিরোধী জোটে ঘাসফুলের সঙ্গে হাত মিলিয়েছে হাতশিবির। তবে ধূপগুড়ির ডাকবাংলো ময়দানের সভামঞ্চ থেকে সেই তৃণমূলকেই নিশানা করেছে বাম-কংগ্রেস। ফলে এই জোট ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। 

[আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া, কী বলছে মস্কো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ