Advertisement
Advertisement

Breaking News

আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার যুবক

দিল্লি বিমানবন্দর থেকে আইএস চরকে গ্রেপ্তার করল এনআইএ।

NIA arrests Kerala youth for conspiring with ISIS 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 16, 2017 11:07 am
  • Updated:February 16, 2017 11:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেরলের এক যুবককে গ্রেপ্তার করল এনআইএ। অভিযুক্তর নাম মইনউদ্দিন পারাকাদাভত। গত মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে এনআইএ। সেই সময় সে আবু ধাবি থেকে ফিরছিল বলে জানা গিয়েছে।

ভারতে আইএস জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপকে প্রসারিত করার জন্যই কাজ করত মইনউদ্দিন। জেরায় সে জানিয়েছে, ভারতে এবং আরবে আইএস জঙ্গিগোষ্ঠীর কাজকে বিস্তৃতি দিতেই কাজ করত সে। শুধু তাই নয়, ভারতে আইএস মডিউলের প্রধান হিসাবে কাজ করত মইনউদ্দিন, এমনটাও জানাচ্ছে গোয়েন্দা সংস্থা।

Advertisement

(ভারতের ক্ষেত্রে শাপে বরই হবেন ট্রাম্প, অভিমত মুকেশ আম্বানির)

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেরলের বেশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই মইনউদ্দিনের নাম জানতে পারা যায়। শুধু তাই নয়, জানা যায়, সোশ্যাল মিডিয়া মারফত আইএস নেতাদের যে কাজের হুকুম আসত সেই কাজ সম্পন্ন করার দায়িত্ব থাকত মইনউদ্দিনের কাঁধে। জেরায় আরও জানা গিয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ মারফত জঙ্গি হামলার ছক করত সে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ইবন আবদুল্লাহ এবং আবু-আল-ইন্দোনেসি নামে অনৈতিক কার্যকলাপ চালাত বলেও জানা গিয়েছে।

Advertisement

এনআইএ সূত্রে খবর, আবু ধাবি থেকে মইনউদ্দিন কেরলে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্যও টাকা পাঠাত। তাকে জেরা করে ভারতে আইএস কার্যকলাপের সম্পর্কে আরও তথ্য জানতে পারা যাবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।

(৫০ টাকা রোজে জেলে মোমবাতি বানাবেন শশীকলা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ