Advertisement
Advertisement

Breaking News

ফাঁসির টাকায় মেয়ের বিয়ে

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির টাকায় মেয়ের বিয়ে, দিন গুনছেন পবন জল্লাদ

চারজনের ফাঁসি দিলে মিলবে এক লাক্ষ টাকা।

Nirbhaya death verdict: Hangman to get Rs 1 lakh for pulling the lever
Published by: Paramita Paul
  • Posted:January 11, 2020 4:08 pm
  • Updated:January 11, 2020 4:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। সবকিছু ঠিক থাকলে ২২ জানুয়ারি ফাঁসির দড়িতে ঝুলবে নির্ভয়ার চার ধর্ষক। তাদের নিজের হাতে ফাঁসি দিতে চেয়ে দেশ-বিদেশ থেকে আবেদন করেছিলেন অনেকেই। শেষপর্যন্ত প্রশাসনের তরফে পবন জল্লাদকে বেছে নেওয়া হয়। সমস্ত দেশবাসীর মতো তিনিও এখন ২২ জানুযারির অপেক্ষায় দিন গুনছেন। টাকার অভাবে তাঁর মেয়ের বিয়ে আটকে রয়েছে। চার দোষীর ফাঁসি দিলে পবনের পকেটে একলপ্তে মোটা টাকা আসবে। সেই টাকায় হবে মেয়ের বিয়ে। তবে আইনি জটিলতায় ফাঁসি ফের পিছিয়ে গেলে তাঁর মেয়ের বিয়েও পিছিয়ে যাবে বলে আশঙ্কা।

জেল সূত্র জানা গিয়েছে, দিল্লি, গুরগাঁও, মুম্বই, ছত্তিশগড়, ভোপাল, কেরালা, তামিলনাড়ু থেকে আবেদন জমা পড়েছিল। এমনকী আমেরিকা ও লন্ডনেরও দুই নাগরিক ফাঁসি দিতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। বিভিন্ন পেশার মানুষের মধ্যে চাটার্ড অ্যাকাউনটেন্ট ও অ্যাডভোকেটও রয়েছেন। যদিও জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বাইরের কারওর সাহায্য প্রয়োজন হয় না। যদি ফাঁসুড়ে না মেলে তাহলে জেলেরই কোনও আধিকারিক সেই দ্বায়িত্ব পালন করবেন। যেমনটা আফজল গুরুর সময় করা হয়েছিল। তবে শেষমেশ শিকে ছেঁড়ে পবন জল্লাদের কপালেই।

Advertisement

[আরও পড়ুন : মাখনে ডোবানো হচ্ছে দড়ি, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির জন্য প্রস্তুতি তুঙ্গে তিহারে]

জানা গিয়েছে, ফাঁসি পিছু ২৫ হাজার টাকা পাবেন পবন। চার ধর্ষকের ফাঁসি দিলে পকেটে আসবে এক লাখ টাকা। সেই টাকায়য় হবে মেয়ের বিয়ে। পবনের পরিবার সূত্রে খবর, পবনের আট ছেলেমেয়ে। পাঁচ মেয়ে ও তিন ছেলে। এর মধ্যে চার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। টাকার অভাবে তাঁর বিয়ে আটকে রয়েছে। এ প্রসঙ্গে পবন জল্লাদ বলেন, ”এখন আমি জেল কর্তৃপক্ষের কাছ থেকে মাসিক পাঁচ হাজার টাকা পাই। এক মেয়ের বিয়ে সামনে। কিন্তু হাতে একদম টাকা নেই। ওই চারজনকে ফাঁসিতে ঝোলালে লাখখানেক টাকা পাব। তা দিয়ে মেয়ের বিয়ে দিতে পারব।” তিনি আরও বলেন, “ওই চারজনকে শাস্তি দিতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের।”    

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ