BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘মহিলারা অশিক্ষিত, পুরুষদেরও হুঁশ নেই’ জনসংখ্যা বৃদ্ধি নিয়ে নীতীশের মন্তব্যে বিতর্ক

Published by: Anwesha Adhikary |    Posted: January 8, 2023 4:49 pm|    Updated: January 8, 2023 6:13 pm

Nitish Kumar's remark on population sparks controversy | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা অশিক্ষিত আর পুরুষরা বেলাগাম হয়ে যৌন সঙ্গম করছেন-সেই জন্যই বিহারের জনসংখ্যা ব্যাপক ভাবে বাড়ছে বলে বিতর্কিত মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kuamr)। একটি জনসভায় তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছে বিহারের বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর বেলাগাম মন্তব্যের জেরে বিহারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বলেছেন বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরী।

শনিবার বৈশালীতে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, মহিলারা যদি পড়াশোনা করেন তাহলে জন্মহার অনেকটা কমবে। এটাই সত্যি। আজকালকার মহিলারা একেবারে অশিক্ষিত। পুরুষরাও মনে রাখেন না যে প্রতিদিন সন্তানের জন্ম দেওয়া তাঁদের কাজ নয়। জনসমক্ষে মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে স্বভাবতই অসন্তুষ্ট বিরোধীরা।

[আরও পড়ুন: আপনাদের তপস্বী শীতবস্ত্রও পরে! রাহুলের ছবি প্রকাশ করে কটাক্ষ বিজেপির, পালটা কংগ্রেসের]

এখানেই না থেমে নীতীশ কুমার বলেন, “মহিলারা তো পড়াশোনা করেন না। আর পুরুষরা প্রতিদিন যৌন সঙ্গম করতে থাকেন। অতিরিক্ত সন্তানের জন্ম দেওয়া ঠিক নয়, সেই বিষয়টি তাঁদের মাথায় থাকে না। মহিলারা যদি পড়াশোনা করতেন তাহলে জানতেন, কীভাবে তাঁরা বাঁচতে পারেন।” জনসংখ্যা নিয়ন্ত্রণে সাধারণ মানুষেরই সচেতনতা নেই, এই বলেই দায় এড়াতে চেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

জনসভায় আপত্তিকর ভাষা প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরী। নীতীশের বক্তৃতার ভিডিও টুইট করে তিনি বলেছেন, “অত্যন্ত রুক্ষ ও অসংবেদনশীল মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই রকম ভাষা প্রয়োগ করে তাঁর পদের অসম্মান করেছেন তিনি।” প্রসঙ্গত, জাতির ভিত্তিতে জনগণনা শুরু করেছে বিহার সরকার। সমাধান যাত্রা নামে এই কর্মসূচির প্রচারে গিয়েই বিতর্কিত মন্তব্য করেন নীতীশ।

[আরও পড়ুন: কর্মফল! রাগে পোষ্যকে ‘খুন’, দেহ লোপাট করতে গিয়ে নিজে ভেসে গেলেন মহিলার]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে