BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কোবিন্দকে সমর্থন জানিয়ে ভুল করেছেন নীতিশ, মত লালুর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 23, 2017 8:21 am|    Updated: June 23, 2017 8:21 am

Nitish’s decision to support Ram Nath Kovind a mistake: Lalu

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। কেন্দ্রের সঙ্গে মতবিরোধ ভুলে তাঁকে সমর্থন জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার সেই ইস্যুতেই জোটসঙ্গী লালুপ্রসাদ যাদবের সঙ্গে নীতিশের সম্পর্ক দেখা দিল ফাটল। আরজেডি প্রধানের মতে, রামনাথ কোবিন্দকে সমর্থন জানিয়ে ভুল করেছেন নীতিশ কুমার। অবিলম্বে তাঁর সমর্থন ফিরিয়ে নেওয়া উচিত। এমনকী তিনি নিজে মুখ্যমন্ত্রীকে সমর্থন ফিরিয়ে নেওয়ার জন্য বোঝাবেন বলে শুক্রবার জানিয়েছেন লালু।

[চাল ও ডিমের পর এবার আটাও প্লাস্টিকের! রাজ্যে তীব্র চাঞ্চল্য]

এদিন প্রাক্তন রেলমন্ত্রী সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না নীতিশ কুমার কেন এই সিদ্ধান্ত নিলেন? আমি ওঁর সঙ্গে কথা বলব, নীতিশ ভুল করছে। কোবিন্দকে সমর্থন জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা পরিবর্তন করতে বলব।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, মীরা কুমার ‘বিহারের কন্যা’। যেভাবেই হোক তিনি নীতিশ কুমারের মীরা কুমারকে সমর্থন করার জন্য বোঝাবেন। এরপরেই কেন্দ্রের সমালোচনা করে বলেন, ‘বিজেপি সরকার অন্যান্য দলগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই রামনাথ কোবিন্দের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এটা পুরোটাই স্বৈরাচারী সিদ্ধান্ত। এর ভিতরে কোনও ষড়যন্ত্র রয়েছে।’

[এবার জঙ্গিদের নিশানায় বাংলাদেশের শিল্পাঞ্চল]

আরজেডি সমর্থন না করলেও জেডিইউ এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছে। উলটোদিকে, এনসিপি জানিয়েছে, রাজনৈতিক দলগুলি কোনও কিছু না জেনেই কোবিন্দের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়ে ভুল করেছে। এদিকে, শুক্রবারই নিজের মনোনয়ন পত্র জমা দিলেন রামনাথ কোবিন্দ। আগামী ১৭ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন। এদিন কোবিন্দের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আদবানী-র মতো হেভিওয়েট নেতারা। উল্টোদিকে, বিরোধী প্রার্থী হওয়ার পর সাংসদদের প্রতি মীরা কুমারের আবেদন, ‘আশা করি আপনারা যোগ্য ব্যক্তিকেই দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবেন।’

[মসজিদের বাইরে ছবি তোলার অভিযোগ, গণপিটুনিতে মৃত শ্রীনগরের ডিএসপি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে