Advertisement
Advertisement
AAP

গণতন্ত্রকে রক্ষা করার ডাক, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটকে নিঃশর্ত সমর্থন আপের

জেল থেকে ছাড়া পেয়েই মোদিকে তোপ আপ সাংসদ সঞ্জয় সিংয়ের।

'No condition or demand', AAP to support INDIA bloc candidates in Uttar Pradesh for Lok Sabha Polls
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2024 9:37 pm
  • Updated:April 12, 2024 9:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে ‘স্বৈরাচারী সরকার’। তাকে সরিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ইন্ডিয়া জোটকে নিঃশর্ত সমর্থন করার কথা জানাতে গিয়ে এভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল আম আদমি পার্টিকে (AAP)।

আপ নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এদিন একথা জানাতে গিয়ে বলেন, ”আপ উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোট প্রার্থীকে সম্পূর্ণ সমর্থন করবে। আমাদের ভূমিকা কী হবে এবং কীভাবে আমরা প্রচারে অংশ নেব, সেটা ঠিক হবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরই। সমাজবাদী পার্টির প্রার্থীদের আমরা সম্পূর্ণ সমর্থন করব।” এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন সঞ্জয়। সেখানেই তিনি পরিষ্কার করে দেন, এই সমর্থনের জন্য কোনও শর্ত বা দাবি তাঁরা রাখছেন না।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ! রাজ্যে NIA-র জালে দুই চক্রী]

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল ইডি। এমাসের গোড়াতেই জামিন পেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এদিনের সভায় তাঁকে বলতে শোনা যায়, ”এবারের নির্বাচন (Lok Sabha Election 2024) স্বাভাবিক নির্বাচন নয়। গণতন্ত্রকে রক্ষা করার, স্বৈরাচারকে শেষ করে সংবিধানকে রক্ষা করার নির্বাচন। আমরা উত্তরপ্রদেশে একসঙ্গে লড়ব। সমাজবাদী পার্টির প্রার্থীর হয়েই আমাদের দল প্রচারে অংশ নেবে।”

Advertisement

এরই পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা মেরে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে সঞ্জয়কে বলতে শোনা যায়, ”যদি কোনও রাজনীতিক জেতেন, তিনি এমন কৌশল অবলম্বনই করবেন না যেটা আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন। বিরোধীদের ভুয়ো মামলায় ফাঁসিয়ে জেলে ভরছেন। যার মানে দাঁড়ায়, নির্বাচনে আত্মবিশ্বাসের অভাব।”

উল্লেখ্য, গত মাসেই আপের (AAP) রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন সঞ্জয়। সেই সময় তিনি তিহাড় জেলেই ছিলেন। এপ্রিলে মুক্তি পেয়ে তিনি পুরোদমে প্রচারে নেমে পড়েছেন। এই অবস্থায় এদিন বিজেপি তথা মোদি সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা গেল তাঁকে।

[আরও পড়ুন: ‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেপ্তারি কাণ্ডে অধিকারীদের নিশানা তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ