BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

কোথায় মন্দা, সিনেমাগুলি তো কোটি কোটি টাকা কামাচ্ছে! আজব মন্তব্য রবিশংকরের

Published by: Subhamay Mandal |    Posted: October 12, 2019 6:34 pm|    Updated: October 12, 2019 6:34 pm

No economic slowdown as movies earning crores: Ravi Shankar Prasad

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক মন্দায় জেরবার গোটা ভারত। দেশের সর্বত্রই মন্দার মার। সেই জায়গায় কিছুতেই যেন দেশের সংকটের কথা স্বীকার করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের আশ্চর্য মন্তব্য চোখ কপালে তুলেছে অর্থনীতিবিদদের। শনিবার তিনি বলেন, ২ অক্টোবর মুক্তি পাওয়া তিনটি বলিউড ছবি একদিনে ১২০ কোটি টাকার ব্যবসা করেছে। সুতরাং আর্থিক মন্দার কোনও প্রশ্নই নেই। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে যারপরনাই অস্বস্তিতে বিজেপি।

শনিবার রবিশংকরকে আর্থিক মন্দা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন হেসে প্রশ্ন উড়িয়ে দেন তিনি। তারপর তিন বলিউড ছবির ব্যবসার হিসাব দিয়ে তাঁর উত্তর, দেশের অর্থনীতি স্থিতাবস্থাতেই রয়েছে। একদিনে তিনটি ছবি ১২০ কোটি টাকা রোজগার করলেও এই প্রশ্ন উঠছে কেন? পালটা প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব সামলেছি। আমি সিনেমার খুবই ভক্ত। ভারতীয় সিনেমা এখন প্রচুর ব্যবসা করছে। ফিল্ম সমালোচক কোমল নাহতা আমাকে জানিয়েছে, গান্ধীজয়ন্তীতে মুক্তি পাওয়া তিনটি ছবি একদিনে ১২০ কোটি টাকা রোজগার করেছে। এমনটা হলে দেশে আর্থিক মন্দার প্রশ্ন উঠছে কেন? এরপরেও কি মনে হয় দেশের অর্থনীতি ধুঁকছে?’

[আরও পড়ুন: দুর্গাপ্রতিমার সামনে আগ্নেয়াস্ত্র হাতে বিপ্লব দেবের ছেলে, ভাইরাল ছবিতে বাড়ছে বিতর্ক]

প্রসঙ্গত, দু’দিন আগে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)-এর নব নিযুক্ত প্রধান ক্রিস্টালিনা জর্জিওভা বলেছিলেন, বিশ্বজনীন অর্থনৈতিক মন্দার পরিবেশ দেখা যাচ্ছে। তবে ভারতে এর প্রভাব হতে পারে আরও বেশি। এরপর রেটিং সংস্থা ‘মুডিজ’ও বৃহস্পতিবার জানায়, ২০১৯-’২০ আর্থিক বছরে ভারতে বৃদ্ধির হার একেবারেই আশাব্যঞ্জক নয়। তা দাঁড়াতে পারে মাত্র ৫.৮ শতাংশে। এর আগে মুডিজ জানিয়েছিল, চলতি আর্থিক বছরে ভারতে ৬.২ শতাংশ হারে বৃদ্ধি হতে পারে। অর্থাৎ তাদের আগের সমীক্ষার থেকেও বৃদ্ধির হার কমবে বলে মনে করছে তারা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে