BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

এ বছর স্বাভাবিকের থেকে বেশি বর্ষণ, বলছে মৌসম ভবন!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 2, 2016 6:47 pm|    Updated: June 2, 2016 6:47 pm

No possibility of deficient monsoon this year, says IMD

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি কম হওয়ার কোনও আশঙ্কা তো নেই-ই! বরং, এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণে ভিজতে চলেছে দেশ। সম্প্রতি এ কথা ঘোষণা করল মৌসম ভবন।
মৌসম ভবন সূত্রে খবর, অন্তত ৯৬ শতাংশ সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণের!
পূর্বাভাসে আরও জানা গিয়েছে, এ বছরে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ হতে চলেছে ১০৮ শতাংশ। মধ্যও ও দক্ষিণ উপকূলও ভিজবে ভারী বর্ষণে, সেখানে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি পড়তে পারে ১১৩ শতাংশ।
তবে, সেই তুলনায় কম বর্ষণের মুখে পড়তে চলেছে উত্তর-পূর্ব ভারত। সেখানে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ হতে চলেছে ৯৪ শতাংশ। যা হিসেব অনুযায়ী থাকছে স্বাভাবিকের চেয়ে কমতির ঘরেই!
মৌসম ভবন জানিয়েছে, কোনও জায়গায় ৯০ শতাংশ বৃষ্টিপাত হলে হিসেব অনুযায়ী সেটাকে বলা হয় অনাবৃষ্টি। বৃষ্টিপাত ৯৪-৯৬ শতাংশ হলে তা স্বাভাবিকের তুলনায় কম। সেই মতো, বৃষ্টিপাত ৯৪ থেকে ১০৪ শতাংশ হলে তাকে বলা হবে স্বাভাবিক। এবং, ১০৪ শতাংশ ছাড়িয়ে গেলেই তা স্বাভাবিকের তুলনায় বেশি!
এখন শুধু বর্ষণের অপেক্ষা!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে