Advertisement
Advertisement

Breaking News

জলজ্যান্ত থানা থাকলেও এখানে নেই কোন অপরাধ!

বলবৎ আছে আইন৷ আছে আস্ত থানা, সেই থানায় আছেন পুলিশকর্মীরাও৷ গ্রাম আছে, সেখানে আছেন গ্রামবাসীরাও৷ তাও এখানে কোন অপরাধ নেই!

No rape case filed in this police station in last 23 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 1:05 pm
  • Updated:May 17, 2016 2:23 pm

 

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই জায়গাটি সত্যিই শিবঠাকুরের আপন দেশ, যেখানে নিয়ম নীতি নাস্তি! এখানে বলবৎ আছে আইন৷ আছে আস্ত থানা, সেই থানায় আছেন পুলিশকর্মীরাও৷ গ্রাম আছে, সেখানে আছেন গ্রামবাসীরাও৷ তাও এখানে কোন অপরাধ নেই৷ ভাবেন না কোন গালগল্পের কথা শোনাচ্ছি৷ এটা ঘোর বাস্তব৷

Advertisement

রাজস্থানের জয়সলমেঢ় জেলার এক অখ্যাত গ্রাম শাহগড় বুলজ৷ এখানে বাস ৯০০ গ্রামবাসীর৷ গ্রাম সংলগ্ন এলাকাতেই আছে আস্ত থানা৷ তবুও এখানে ঘটেনা কোন অপরাধ৷ সরকারি নথি অনুযায়ী বছর তেইশ আগে শেষবারের মতো অপরাধের ঘটনা নথিবদ্ধ হয়৷ ১৯৯৩ সালে ধর্ষণের ঘটনা ঘটে এই গ্রামে৷ তারপর দু’দশক কেটে গেলেও কোনও অপরাধের ঘটনা ঘটেনি৷ ছোটখাটো কিছু অভিযোগ উঠলেও কেউ গ্রেফতারের হয়নি৷ গ্রামবাসীরা শান্তিতে বসবাস করেন এই গ্রামে৷

শাহগড় বুলজ গ্রামটি পাক-সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত৷ রাজস্থানের আর পাঁচটা গ্রামের থেকে কোনই পার্থক্য নেই এই গ্রামের৷ চারিদিকে  চারপাশে থর মরুভূমির রুক্ষতা। সেই ধূ ধূ বালিয়াড়ির মাঝে মধ্যে কিছু কাঁটা ঝোপ, আর কয়েকটি ছোট ছোট কুটির—এই নিয়েই প্রায় হাজার দশেক স্কোয়্যার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে গ্রামটি৷ গ্রামের বাইরে আছে একতলা একটি থানা৷ কিন্তু থানায় নেই কোন জল এবং আলোর ব্যবস্থা৷ থানায় মহিলা এবং পুরুষ অপরাধীদের জন্য আলাদা লকআপ থাকলেও তা খালি পড়ে রয়েছে৷ এই থানায় বর্তমানে কর্মরত ছ’জন পুলিশকর্মী, তার মধ্যে একজন এএসআই পদমর্যাদার৷ পুলিশ সূত্রে খবর, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই থানায় পুলিশকর্মীদের বদলি করা হয়৷ কথনও সখনও যদি প্রয়োজন পরে তার জন্য একটি লজ্‌ঝরে জিপ থাকলেও দূরের জয়সলমেঢ় শহরে পৌঁছতে গেলেও বিএসএফের জিপে করে যেতে হয়৷

দেশের অন্যপ্রান্তে যখন হরদমই বেড়ে চলেছে অপরাধের মাত্রা, সেখানে সীমান্ত এলাকার এত কাছে হয়েও সত্যিই ব্যতিক্রম রাজস্থানের এই গ্রামটি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ