Advertisement
Advertisement
Delhi HC

দুর্নীতি রুখতে ফের বড় নোট বাতিলের আর্জি, কেন্দ্রের মত জানতে চাইল আদালত

নগদে ১০ হাজারের বেশি লেনদেন নিষিদ্ধেরও প্রস্তাব।

Now Delhi HC calls for Centre and Delhi govt stand on plea for recall of currency notes above Rupees 100 | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 6, 2023 5:45 pm
  • Updated:May 6, 2023 6:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি ১০০ টাকার বেশি অর্থমূল্যের যাবতীয় নোট ফিরিয়ে নেওয়া হবে? সম্প্রতি আর্থিক দুর্নীতি রুখতে একগুচ্ছ প্রস্তাব-সহ দিল্লি হাই কোর্টে (Delhi High Court) একটি মামলা হয়েছে। সেখানে অন্যতম দাবি হল ১০০ টাকার বেশি অর্থমূল্যের যাবতীয় নোট ফিরিয়ে নিতে হবে। এই বিষয়ে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল হাই কোর্ট।

দিল্লির উচ্চ ন্যায়ালয়ে ওই মামলা করেছেন আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় (Ashwini Kumar Upadhyay)। দুর্নীতিতে রাশ টানতে তাঁর প্রস্তাবগুলির মধ্যে রয়েছে- নগদে ১০ হাজার টাকার বেশি লেনদেন নিষিদ্ধ। ৫০ হাজার টাকার বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। এইসঙ্গে ১০০ টাকার বেশি অর্থমূল্যের যাবতীয় নোট তুলে নেওয়া। অশ্বিনীকুমারের আবেদন, দুর্নীতি ঠেকাতে বিমান বা রেল টিকিট, বিদ্যুৎ ও গ্যাসের বিল কিংবা পুরসভার কর ইত্যাদি ক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি নগদ লেনদেন নিষিদ্ধ হোক। অনলাইন শপিংয়ের বিষয়েও এক মত তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ‘মণিপুর জ্বলছে অথচ দ্য কেরালা স্টোরির প্রচার করছেন প্রধানমন্ত্রী!’ ওয়েইসির তোপ মোদিকে]

বিশিষ্ট আইনজীবীর আক্ষেপ, “স্বাধীনতার ৫ বছর পরে, একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হওয়ার ৭৩ বছর পরেও দেশের কোনও জেলা ঘুষ, কালো টাকা, বেনামি লেনদেন, অসামঞ্জস্যপূর্ণ সম্পদ, কর ফাঁকি, অর্থপাচারের অপরাধের থেকে মুক্ত নয়।” এই পরিস্থিতি বদলাতেই একগুচ্ছ প্রস্তাব করেছেন অশ্বিনীকুমার। এরপরই দিল্লির পাশাপাশি কেন্দ্রীয় সরকার বিষটি নিয়ে কী ভাবনাচিন্তা করছে, তা জানতে চেয়েছে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ। আগস্টে এই মামলার সম্ভাব্য পরবর্তী শুনানি।

Advertisement

[আরও পড়ুন: সাহসী রিল বানাতে ট্রেনের সামনে দৌড়! কাটা পড়ে মৃত্যু নবম শ্রেণির পড়ুয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ