সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে এখন শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা বলবে ভারত। রবিবার হরিয়ানার কালকায় জন আশীর্বাদ যাত্রায় অংশ নিয়ে এমনই কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর আমেরিকা থেকে চিন, সবার দ্বারস্থ হয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে কাশ্মীরের বিষয়ে হস্তক্ষেপ করার কাতর আবেদন জানিয়েছে। কিন্তু, কেউই তাদের পাশে দাঁড়ায়নি। এরপর রাষ্ট্রসংঘেরও দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু, সব জায়গা থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। রাষ্ট্রসংঘও পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না।
এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে নতুন জল্পনা উসকে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের উদ্যোগে আয়োজিত জন আশীর্বাদ যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান ও কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেন। হুমকি দিয়ে বলেন, ‘জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। আর আমাদের প্রতিবেশী আন্তর্জাতিক সম্প্রদায়গুলির কাছে বলছে যে ভারত ভুল করেছে। আমরা পাকিস্তানের সঙ্গে তখনই কথা বলব, যখন ওরা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে। আর সেই কথা যদি হয়, তাহলে এখন শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।’
ইমরান খানকে কটাক্ষ করেন তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন বালাকোটের থেকে বড় হামলার ছক কষছে ভারত। এর মানে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানেন, বালাকোটে কী হয়েছিল।’
পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন ওই দেশের সংসদে বক্তব্য রাখছিলেন ইমরান। সেসময় তিনি অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দারা তাঁকে জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছে ভারত। যা গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে হওয়া বিমান হানার থেকেও বড় হবে।
Defence Minister Rajnath Singh in Panchkula, Haryana: Few days ago, prime minister of Pakistan said that India is planning to take an action bigger than Balakot. It means that Pakistan PM acknowledges what India did in Balakot. pic.twitter.com/bkIyVwaGIs
— ANI (@ANI) August 18, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.