Advertisement
Advertisement

Breaking News

Infosys

‘শীঘ্রই কলকাতায় আসছি’, টুইটে বার্তা ইনফোসিসের, প্রথম পর্যায়ে লগ্নি ২০০ কোটি

'চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন', টুইট ইনফোসিসের।

Now IT Company Infosys is opening in kolkata tweeted on Wednesday | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 30, 2023 9:42 am
  • Updated:March 30, 2023 10:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু খাঙ্খিত শিল্প আসছে রাজ্যে। সঙ্গে পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীদের জন্য রয়েছে কর্মসংস্থানের সুখবরও। বুধবার টুইট করে কলকাতায় ‘শীঘ্রই’ আসার কথা জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys)। বছর দেড়েক আগে রাজারহাটে (Rajarhat) প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো সেরে ফেলেছিল তারা। এতদিনে কলকাতায় কর্মকাণ্ড শুরুর কথা জানানো হল সংস্থার তরফে। জানা গিয়েছে, নয়া প্রকল্পে প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকার লগ্নি হতে পারে।

বুধবার ইনফোসিসের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘কলকাতা আসছি আমরা! ইনফোসিস এবার আপনার নিজের শহরেই। শীঘ্রই আমাদের অফিসে আপনাকে স্বাগত জানাতে উন্মুখ আমরা। সর্বশেষ আপডেট এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন!” তথ্য প্রযুক্তি ক্ষেত্রের পেশাদাররা বলছেন, এই খবর ইতিবাচক। এবার আর ভুবনেশ্বর, বেঙ্গালুরু যেতে হবে না পশ্চিমবঙ্গের আইটি কর্মীদের। ঘরের ছেলেমেয়ে ঘরেই পাবেন ইনফোসিসের পোস্টিং।

Advertisement

[আরও পড়ুন: ‘আদানি নন, সব টাকা মোদিই বিনিয়োগ করেছেন’, বিস্ফোরক কেজরিওয়াল]

প্রসঙ্গত, বছর দশেক আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) ৫০ একর জমি পায় ইনফোসিস। যদিও তখনই কাজ শুরু হয়নি। পরে জমি ব্যবহারের শর্ত শিথিল করে রাজ্য সরকার। ওই জমির ৫১ শতাংশ তথ্যপ্রযুক্তি ও পরিষেবার জন্য নির্দিষ্ট থাকলেও, বাকি অংশে নিজেদের পরিকল্পনামাফিক ব্যবহারে করতে দেওয়া হয়। ২০২১ সালের অক্টোবরে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা জানান। দেড় বছর প্রকল্প শুরুর কথা জানাল ইনফোসিস। যার অপেক্ষায় ছিল রাজ্যের আইটি পেশাদার এবং পড়ুয়ারা।

[আরও পড়ুন: আদালতের নির্দেশে কাটল জট, ২৯ বছর পর পুলিশি হেফাজত থেকে মুক্ত ‘ভগবান হনুমান’! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ