Advertisement
Advertisement

Breaking News

এবার পদ্ম সম্মান প্রাপকের নাম সুপারিশ করতে পারবেন আপনিও

সরকারি স্তরে পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে তোষণ ও পোষণের অভিযোগও ওঠে তাও এতে স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে৷

Now Padma Awards Nomination Process open for general Public
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2016 2:56 pm
  • Updated:September 11, 2016 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের হাতে পদ্ম সম্মান তুলে দেয় সরকার৷ এতদিন বিভিন্ন সংস্থা কৃতীদের নাম সুপারিশ করতে পারত৷ তবে সাধারণ মানুষের তাতে কোনও অংশগ্রহণ ছিল না৷ এবার প্রশাসনের তরফে সে দায়িত্ব তুলে দেওয়া হল সাধারণের হাতেও৷ অর্থাৎ এবার যে কেউই কোনও কৃতী মানুষকে পদ্ম সম্মান দেওয়ার কথা জানিয়ে সুপারিশ করতে পারবেন৷

জটিলতা এড়াতে অনলাইন নমিনেশন প্রক্রিয়ার ব্যবস্থার করা হয়েছে৷ তবে তার জন্য, যিনি সুপারিশ করছেন তাঁর আধার কার্ড থাকাটা বাধ্যকতামূলক৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্রের কথায়, প্রথমবার সরকার পদ্ম সম্মানকে এরকম জনমুখী করে তুলল৷ জাতীয় পুরস্কার যাতে ‘পিপলস অ্যাওয়ার্ড’ হয়ে ওঠে তা নিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ৷ এছাড়া এই নির্বাচন  পদ্ধতির একটি সুবিধাও আছে৷ এরফলে যে কৃতীরা প্রচারের আলোর বাইরে থেকে গিয়েছেন, যাঁদের নাম অশ্রুত, তাঁরাও উঠে আসতে পারবেন স্বীকৃতির পাদপ্রদীপের তলায়৷ পাশাপাশি সরকারি স্তরে পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে তোষণ ও পোষণের অভিযোগ ওঠে তাও এতে স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে৷

Advertisement

ইতিমধ্যেই বহু মানুষ জানিয়েছেন তাঁদের পছন্দের কথা৷ এ বছরের পদ্ম সম্মানের জন্য মনোনয়ন পাঠানো যাবে  ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ