Advertisement
Advertisement

ডোকলাম নিয়ে কুমন্ত্রণা পাকিস্তানের, তৈরি দিল্লিও

অশনিসংকেত দেখছে দিল্লি।

Now Pakistan tries to fish in troubled Doklam waters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2017 8:47 am
  • Updated:July 21, 2017 8:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা চক্রান্তে এবার সরাসরি শামিল পাকিস্তান। সিকিম নিয়ে ভারত ও চিনের মধ্যে চরম উত্তপ্ত পরিস্থিতি। সীমান্তে দাঁড়িয়ে দু’দেশের কয়েক হাজার সেনা। যেকোনও মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। এমনই পরিস্থিতিতে ভারতে চিনের রাষ্ট্রদূত লুও ঝাওহুইর সঙ্গে মন্ত্রণায় বসলেন পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিত। ঠিক তারপরই ভারতে ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন বাসিত। আর এতেই অশনিসংকেত দেখছে দিল্লি।

[চিনকে রুখে দিতে তৈরি ভারত, রাজ্যসভায় আক্রমণাত্মক সুষমা]

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বৈঠকে বসেন বাসিত ও ঝাওহুই। সিকিম সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি নিয়েই যে ওই বৈঠক তা একপ্রকার স্পষ্ট বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। আর এতেই কিছুটা হলেও উদ্বেগে সাউথ ব্লকের কর্তারা। যদিও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সাফ জানিয়ে দিয়েছেন, চিনা আগ্রাসনের যোগ্য জবাব দিতে সব সময় তৈরি ভারত।

Advertisement

এক রিপোর্টের মতে, ডোকলাম নিয়ে ভারতকে বেকায়দায় ফেলার সম্ভাব্য পথ খুঁজতেই দুই পড়শি দেশের মন্ত্রণা। বেজিংয় ও থিম্পুর মধ্যে দৌত্য করার পথেই ইসলামাবাদ। ভুটানকে লালচিনের প্রভাবে এনে ভারতকে বেকায়দায় ফেলবার চেষ্টা করছে পাকিস্তান। সিকিমের পরিস্থিতি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে প্রচার শুরু করেছে চিন। শুধু তাই নয় এই বিষয়ে ভারতেও চিনা দূতাবাস প্রচার চালাচ্ছে। দিল্লির বিরুদ্ধে জনমত তৈরি করতে উঠেপড়ে লেগেছে কমিউনিস্ট রাষ্ট্রটি। তবে এবার তৈরি ভারতও। সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছেন চিনের সঙ্গে সীমান্ত বিবাদে ভারতের পাশেই রয়েছে অনেক দেশ। সেনাপ্রধান বিপিন রাওয়াত ও জানিয়েছেন যে চিন, পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে একই সময়ে লড়াই চালাতে সক্ষম ভারতীয় সেনা।

[ড্রাগনের হুঙ্কারই সার, তিব্বতে নেই লালফৌজ]

উল্লেখ্য, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের বিবাদ চরমে উঠেছে। এমনিতেই ভুটানের সঙ্গে চিনের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা রয়েছে ভুটানের। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ এলাকাই বিস্তৃত ভারত-চিন সীমান্ত, যার মধ্যে ২২০ কিলোমিটার দীর্ঘ এলাকা সিকিমের মধ্যে পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ