Advertisement
Advertisement

Breaking News

Tablighi Jamaat

বিতর্ক অতীত, করোনায় মৃতদের সৎকারে এগিয়ে আসছে তবলিঘি জামাত

মৃতরা যে ধর্মাবলম্বী সেই রীতি মেনেই হচ্ছে সৎকার।

Now Tablighi Jamaat assisted in the funeral of the dead in Corona । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:May 11, 2021 12:24 pm
  • Updated:May 11, 2021 1:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর দেশে করোনা (Corona Virus) সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, দিল্লির নিজামুদ্দিন মারকাজে মুসলিম সুন্নি সম্প্রদায়ের সংগঠন তবলিঘি জামাতের (Tablighi Jamaat) বিপুল জমায়েতকে। দেশ—বিদেশের কয়েক হাজার ধর্মপ্রাণ সুন্নি মুসলিম সমবেত হয়েছিলেন সেখানে। যাঁদের অনেকেই করোনায় আক্রান্ত হন। দেশজুড়ে ব্যাপক হইচই, সমালোচনা হয়েছিল সে সময়।

তবে বছর ঘুরতেই বদলে গিয়েছে সেই ছবি। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে করোনায় মৃতদেহ সৎকারের দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন তবলিঘি জামাতের সদস্যরা। তিরুপতি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের ছাতার তলায় গড়ে তোলা হয়েছে কোভিড নাইন্টিন জয়েন্ট অ্যাকশন কমিটি। সদস্যরা নিরলসভাবে প্রতিদিন ধর্ম—বর্ণ নির্বিশেষে করোনায় মৃতদের শেষকৃত্য সম্পন্ন করছেন। সংগঠনের অন্যতম সদস্য জেএমডি গউস বলেছেন, “গত বছর সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য আমাদের দোষারোপ করা হয়েছিল। তবে এবার আমরা মানুষের যথেষ্ট প্রশংসা পাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: নিজামুদ্দিনের পুনরাবৃত্তি উত্তরপ্রদেশে, মুসলিম ধর্মগুরুর শেষকৃত্যে উপচে পড়ল ভিড়]

বর্তমান কোভিড পরিস্থিতিতে দেশের প্রায় সর্বত্রই হাসপাতাল থেকে শ্মশান বা গোরস্থানে ঠাঁই নেই অবস্থা। প্রায় সর্বত্রই চলছে অক্সিজেনের জন্য হাহাকার। অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, অ্যাম্বুল্যান্স। এমনকী পাওয়া যাচ্ছে না টিকা। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তবলিঘি জামাতের সদস্যরা। প্রতিদিন প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবক মানুষের শেষকৃত্য সম্পন্ন করছেন। মৃতরা যে ধর্মাবলম্বী সেই মতো নিয়ম—রীতি মেনেই হচ্ছে সৎকার। গউস বলেছেন, “এক মাস ধরে প্রতিদিন প্রায় ১৫টি করে মৃতদেহ সৎকার করছেন আমাদের সদস্যরা। সৎকার করতে অনেকে সমস্যায় পড়ছেন। অনেক ক্ষেত্রে সৎকার করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। সে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সদস্যরা।”

Advertisement

তিনি আরও বলেছেন, “আমাদের ৬০ জন সদস্যকে তিনটি দলে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি দল দিনে চার থেকে পাঁচটি মৃতদেহ সৎকার করছে। মৃত হিন্দু হলে আমরা দেহ সাদা কাপড়ে ঢেকে ফুলের মালা দিয়ে সাজাচ্ছি। খ্রিস্টান হলে দেহ কফিনবন্দি করে চার্চের ফাদারকে ডাকছি প্রার্থনা আয়োজনের জন্য। মুসলিম হলে জানাজে কি নমাজ আয়োজন করছি।” সতর্কতা হিসাবে প্রত্যেক সদস্যের জন্য পিপিই কিটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পুরসভা, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য বিভাগের সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাচ্ছেন তাঁরা।

[আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জরুরি জোড়া মাস্ক, কীভাবে পরবেন? জানাল কেন্দ্র]

করোনার প্রথম ঢেউয়ের সময় ১৩৪ জনের এবং দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ৪০২ জনের, অর্থাৎ মোট ৫৩৬ জনের সৎকার সম্পন্ন করেছে তিরুপতির জামাত সদস্যরা। স্বেচ্ছাসেবকদের অধিকাংশ অটোচালক বা রেস্তোরাঁ কর্মী বা শ্রমিক। লকডাউনের জেরে সকলেরই রোজগার বন্ধ। ছ’জন যুবক রয়েছেন, যাঁরা মুসলিমও নন। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন অতিমারী পরিস্থিতিতে। গউসের আক্ষেপ, “দিল্লির জমায়েতে এখান থেকে দু’—তিন জন গিয়েছিল। কিন্তু মাত্র ক’জনের জন্য আমাদের সকলকে দোষারোপ করা হয়েছিল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ