সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে এসএপি সফ্টওয়্যার কোম্পানির ১১ জন কর্মী একসঙ্গে অফিসে আসেননি! বেশ কয়েকদিনের জন্য!
উঁহু! তাঁদের কারওরই বেতন কাটা যায়নি।
শুধু এসএপি-ই নয়, ভারতের আরও অনেক সংস্থাই জানাচ্ছে, কর্মীরা যদি ছুটিতে যায়, তাহলে তাদের বেতন কাটা হবে না! চাকরিও থাকবে বহাল!
সেই ছুটির মেয়াদ একটানা ৬ মাস বা ১ বছর হলেও!
শর্ত বলতে একটাই- ছুটি নিতে হবে কোনও সমাজসেবামূলক কাজের জন্য!
শুনতে অবাক লাগলেও ভারতের অনেক সংস্থা এখন কর্মচারীদের এই সুবিধে দিচ্ছে। ইনফোসিস-এ কর্মরত এক কর্মী যেমন জানিয়েছেন, তিনি খড়গপুরের একটি এনজিও স্কুলে বিনামূল্যে বাচ্চাদের স্বাক্ষরতার একটি বিশেষ কোর্স করিয়ে থাকেন। সেই কোর্স করানোর জন্য মাঝে মাঝেই তিনি ছুটি নিয়ে চলে যান অফিস ছেড়ে। কখনও কোনও সমস্যা হয়নি। বেতনও পেয়েছেন, চাকরিও চলে যায়নি।
ভারতের উন্নয়নের পাশে এখন এভাবেই এসে দাঁড়াচ্ছে বহু সংস্থা। তারা এই প্রকল্পের নাম দিয়েছে কমিউনিটি এমপ্যাথি সাবাটিক্যাল পলিসি। ”প্রতি বছর আমাদের অন্তত জনা পনেরো কর্মী এমন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন। আমরা তাঁদের পাশে থাকি। কোনও সমস্যা হয় না”, জানিয়েছেন ইনফোসিস-এর এইচআর প্রধান রিচার্ড লোবো।
এমনকী, মারুতি সুজুকিও সম্প্রতি এই পলিসি যুক্ত করেছে তাদের সংস্থায়।
সুখবর, সন্দেহ নেই! যেমন দেশের পক্ষে, তেমনই দেশবাসীর পক্ষেও!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.