BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর কনভয়ে গুলি পুলিশ আধিকারিকের! গুলিবিদ্ধ মন্ত্রী নব কিশোর দাস

Published by: Kishore Ghosh |    Posted: January 29, 2023 1:32 pm|    Updated: January 29, 2023 8:08 pm

Odisha Health Minister Naba Kisore Das Injured in fire by cop | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের (Naba Kisore Das) উপর হামলা এক পুলিশ আধিকারিকের। মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস। একটি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর বুকে গুলি লেগেছে। গুরুতর আহত নবকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ব্রজরাজনগরে তাঁর উপর হামলা হয় বলে জানা গিয়েছে। ব্রজরাজনগরেরই গান্ধী চকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী, তখনই তাঁকে লক্ষ্য করে দু’বার গুলি চালান অভিযুক্ত। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই এএসআইকে।

ব্রজরাজনগরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, “এএসআই গোপাল দাস আচমকা সার্ভিস রিভলভার বের করে মন্ত্রী নব কিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন।” তাতেই গুলিবিদ্ধ হন বিজেডি নেতা তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) নব কিশোর দাস। গুরুতর জখম মন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মন্ত্রী গাড়ি থেকে বেরোনো মাত্র তাঁর উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান পুলিশকর্মী গোপাল দাস। হামলার কারণ এখনও অজানা।

[আরও পড়ুন: থাকছে না তৃণমূল-সহ অধিকাংশ বড় দল! রাহুলের যাত্রা শেষের ‘সমারোহ’ নিয়ে চিন্তা কংগ্রেসে]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে ভরতি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত এএসআই গোপাল দাসকে। জানা গিয়েছে জনতাই ধরে ফেলে অভিযুক্ত ব্যক্তিকে। তারাই তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।

[আরও পড়ুন: ‘পাণ্ডবরা তাদের আত্মীয়দের নির্বাচন করেনি’, প্রতিবেশী পাকিস্তান সম্পর্কে বিস্ফোরক জয়শংকর]

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (CM Naveen Patnaik) এই হামলার নিন্দা করেছেন। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। নবীন বলেন, “দুর্ভাগ্যজনক হামলার ঘটনায় আমি মর্মাহত। এর তীব্র নিন্দা করছি এবং মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।” এদিকে বিজেডি নেতা নব কিশোর দাসের অনুগামীরা নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, পরিকল্পনা করে হামলা হয়েছে নেতার উপরে। সব মিলিয়ে রবিবারের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ওড়িশায়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে