Advertisement
Advertisement

Breaking News

সৎকার হল না, টায়ার দিয়ে স্ত্রীর মৃতদেহ ঢাকলেন স্বামী

স্ত্রীর মৃতদেহ সৎকার করতে পারলেন না স্বামী৷

Odisha Man burried his wife with tyres as being banished from village
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 6:13 pm
  • Updated:December 1, 2016 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর মৃতদেহ সৎকার করতে পারলেন না স্বামী৷ কোনওরকমে পুরনো পাঁচটা টায়ার জোগাড় করে স্ত্রীর মৃতদেহ ঢেকে দিলেন৷ কোন অপরাধে? তাঁর মেয়ে অন্য জাতের যুবকের সঙ্গে বিয়ে করেছিল৷ তাই সমাজ ওড়িশার এক গ্রামের এই দম্পতিকে একঘরে করে দিয়েছে৷

একদিকে দেশ যেখানে ‘ডিজিটাল ইন্ডিয়া’য় পরিণত হওয়ার পথে এগোচ্ছে, সেখানে এমন কথা শুনলেও অবাক হতে হয়৷ ওড়িশায় ফের সমাজের এই হতশ্রী চেহারাটা ফুটে উঠল৷ দানা মাঝির কথা মনে আছে? অ্যাম্বুল্যান্সের অভাবে যিনি স্ত্রীর মৃতদেহ কাঁধে করে ১২ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন৷ ওড়িশার সেই বাসিন্দার মতোই এবার সমাজের হীনমন্যতার শিকার হতে হল মেঘু ভইকে৷ অসুস্থতার কারণে স্ত্রী সঞ্জনার মৃত্যু হলে তাঁর সৎকারের ব্যবস্থা করতে চেয়েছিলেন মেঘু৷ কিন্তু ব্যর্থ হলেন৷ শুধু আত্মীয় পরিজনই নয়, সমাজের প্রতিটি মানুষ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলেন৷ সাহায্যের জন্য আত্মীয়দের অর্থের প্রস্তাবও দিয়েছিলেন তিনি৷ কিন্তু তাতেও কেউ মৃত সঞ্জনার দেহ সৎকারে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়নি৷ অগত্যা দানা মাঝির মতো তাঁকেও স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে যেতে হল৷ পাঁচটি টায়ার এবং ঘাসপাতা দিয়ে মৃতদেহ চাপা দিয়ে দেন মেধু৷

Advertisement

বেশ কয়েক বছর আগে তাঁর মেয়ে অন্য জাতের এক যুবকের সঙ্গে বিয়ে করে৷ তারপর থেকে সবরকম সামাজিক মর্যাদা হারিয়েছে ওই দম্পতি৷ মেঘু-সঞ্জনার ঘটনা ফের পিছিয়ে পড়া সমাজের কঙ্কালসার চেহারাটা প্রকট করে তুলল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ