Advertisement
Advertisement

Breaking News

Russian

ওড়িশায় মৃত দুই রুশ নাগরিকের সৎকার ভারতেই, অস্থিভস্ম যাবে রাশিয়ায়

সৎকারের এনওসি দিল পরিবার।

Odisha Police receives NOC from family of dead Russian nationals for cremation। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 29, 2022 9:26 pm
  • Updated:December 29, 2022 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় (Odisha) কয়েক দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে দুই রুশ (Russia) নাগরিকের। ভারতে ঘুরতে এসে একই হোটেলে উঠেছিলেন তাঁরা। তাঁদের রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে ইতিমধ্যেই মৃত দুই রুশ নাগরিকের পরিবারের তরফে ভারতেই তাঁদের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। তবে সৎকারের পরে অস্থিভস্ম রাশিয়ায় পাঠানোর অনুরোধ করেছে মৃতদের পরিবার।

জানা গিয়েছে, দুই মৃত রুশ নাগরিকের নাম ভ্লাদিমির বিদেনভ ও পাভেল আন্থভ। বিদেনভের পুত্র ও পাভেলের মেয়ে জানিয়ে দিয়েছেন, মৃতদের অন্ত্যেষ্টি ভারতে করা হোক। সেই সঙ্গে অনুরোধ করেছেন, দুই মৃতের ছাইভস্ম যেন পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ায়। ঠিক কী হয়েছিল? রবিবার হোটেলের ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় পাভেল আন্থভের। হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদেনভকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। প্রশ্ন উঠছে, পর পর দুই রুশ নাগরিকের মৃত্যুর কারণ নিয়ে।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের জালে ফাঁসিয়ে ভিনরাজ্যে বিক্রি! উত্তরপ্রদেশ থেকে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ]

উল্লেখ্য, পাভেল ছিলেন প্রেসিডেন্ট পুতিনের (Vladimir Putin) ঘোর সমালোচক। প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) বিরোধিতা করেন। আশঙ্কা তৈরি হয়েছে সেই জন্যই কি মরতে হল? এর পিছনে কি রয়েছে গভীর ষড়যন্ত্র? এদিকে ওই দুই ব্যক্তির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, পাভেলের মৃত্যু হয়েছে উঁচু থেকে পড়ার ফলে হওয়া অভ্যন্তরীণ রক্তক্ষরণে। অন্যদিকে বিদেনভের মৃত্যুর কারণ হৃদরোগে আক্রান্ত হওয়া। খুনের তত্ত্বকে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে রিপোর্টে। এমনটাই জানাচ্ছে ওড়িশা পুলিশ।

Advertisement

তবে রাজ্যের সিআইডি যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করে দিয়েছে তা জানানো হয়েছে। জানা গিয়েছে, যে হোটেলে মৃত রুশ ব্যক্তিরা উঠেছিলেন সেখানে গিয়ে তল্লাশি চালানো হবে। পাশাপাশি আরও কয়েকটি জায়গাতেও তল্লাশির পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের।

[আরও পড়ুন: খাবার জলের ট্যাঙ্কে মানুষের মল, অসুস্থ অনেকে, দলিত নির্যাতনের ঘৃণ্য রূপ তামিলনাড়ুতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ