Advertisement
Advertisement
Omar Abdullah

‘আগে জানলে INDIA-তে যোগ দিতাম না’, বিস্ফোরক ওমর আবদুল্লা, চাপে বিরোধী শিবির

কাশ্মীরে ইন্ডিয়া জোটের সংকট আরও ঘনীভূত।

Omar Abdullah says he 'would have never joined INDIA' in a jibe at PDP
Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2024 4:51 pm
  • Updated:March 8, 2024 4:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha 2024) ঘোষণা হতে আর সপ্তাহখানেক বাকি। এখনও জট কাটছে না ইন্ডিয়া জোটের। মহারাষ্ট্র, বিহারের আসনরফা ঠিক করতে যখন বিরোধী দলগুলি নাকানিচোবানি খেতে হচ্ছে, ঠিক তখনই নয়া অস্বস্তি শুরু হয়ে গেল কাশ্মীরে। উপত্যকায় বিরোধী শিবিরের প্রধান শক্তি ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা (Omar Abdullah) এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। বলে দিলেন, আসনরফা নিয়ে এই পরিস্থিতি হবে জানলে তিনি ইন্ডিয়া জোটে যোগ দিতেন না।

আসলে কাশ্মীরের ৩ আসন ন্যাশনাল কনফারেন্সের দখলেই আছে। কিন্তু এ বার ইন্ডিয়া জোটের আরেক সঙ্গী মেহবুবা মুফতি কোনও অবস্থাতেই তাঁর প্রাক্তন লোকসভা কেন্দ্র অনন্তনাগের দাবি ছাড়তে রাজি নন। ২০১৯ সালে এই অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্স (NC) প্রার্থী হুস্নেন মাসুদি জয়ী হন। পিডিপির মেহেবুবা মুফতি তৃতীয় হন। এখন ন্যাশনাল কনফারেন্স বলছে, আগেরবার যে দল তৃতীয় হয়েছে সেই দল কীভাবে প্রার্থী দেওয়ার দাবি জানাচ্ছে?

Advertisement

[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]

ওমর আবদুল্লাহ বলছেন,”আমি বলে দিয়েছি যে দল আগেরবার তৃতীয় হয়েছিল, তাঁদের কোনও অধিকার নেই প্রার্থী দেওয়ার দাবি জানানোর। তাছাড়া যাঁদের ভরসায় পিডিপি (PDP) আগেরবার তৃতীয় হয়েছিল, তাঁরাও তো এখন সঙ্গে নেই। আমরা যদি আগে জানতাম ইন্ডিয়া জোটের অন্য শরিকদের জন্য আমাদের নিজেদের দুর্বল হতে হবে। তাহলে কোনওদিন এই জোটে যোগ দিতাম না।” ওমর স্পষ্ট করে দিয়েছেন, দরকারে একা লড়বে তাঁর দল, কিন্তু দুর্বল পিডিপির জন্য নিজেদের দুর্বল করবে না।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]

ন্যাশনাল কনফারেন্সের সিদ্ধান্ত জেনে পিডিপিও নিজেদের মতো করে সব আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের দাবি, পিডিপি জম্মু ও কাশ্মীরের পাঁচ এবং লাদাখের একটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে। সেক্ষেত্রে কাশ্মীরে যে ইন্ডিয়া জোট সেভাবে দানা বাঁধছে না, সেটা বলে দেওয়াই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ