সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই সুখবর।মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমতে চলেছে পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) দাম। বুধবার দুই পেট্রোপণ্যের উপর বিরাট অঙ্কের শুল্ক কমাল কেন্দ্র। নতুন দাম এদিন মধ্যরাত থেকেই কার্যকর হবে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পেট্রলে (Petrol) ৫ টাকা এবং ডিজেলে (Diesel) ১০ টাকা উৎপাদন শুল্ক কমাল কেন্দ্র সরকার। যার জেরে উৎসবের মরশুমে একধাক্কায় অনেকটা দাম কমতে চলেছে পেট্রোপণ্যের। উৎপাদন শুল্কে (Excise Duty) ছাড় দেওয়ার পাশাপাশি রাজ্যগুলির কাছে দুই পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর আরজিও জানিয়েছে অর্থমন্ত্রক।
[আরও পড়ুন: স্থানীয়দের আপত্তি, গুরগাঁওয়ের ৮ জায়গায় প্রকাশ্যে নমাজ পড়া নিষিদ্ধ করল প্রশাসন]
On eve of #Diwali, Government of India announces excise duty reduction on petrol and diesel. Excise duty on Petrol and Diesel to be reduced by Rs 5 and Rs 10 respectively from tomorrow pic.twitter.com/peYP1fA4gO
— ANI (@ANI) November 3, 2021
অক্টোবর মাস জুড়ে বেড়েছে পেট্রলের দাম। চলতি বছরে প্রায় ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে পেট্রলের দাম। পাল্লা দিয়েছে ডিজেলের দামও। লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জ্বলছিল জনতা।মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলছিল দেশজুড়ে।সরব হয়েছিল বিরোধী দলগুলি। তবু দাম কমার পথে হাঁটেনি কেন্দ্র সরকার।
এদিকে সেই ক্ষোভের আঁচ এসে পড়ে ব্যালট বক্সেও। ১৩ রাজ্যের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খায় বিজেপি। হরিয়ানায় হাতছাড়া হয় বিধানসভা আসন। এদিকে দাদরা নগর হাভেলি এবং হিমাচলের লোকসভার আসনও হাতছাড়া হয় বিজেপির। এর পরই রাতারাতি উৎপাদন শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
[আরও পড়ুন: একের পর এক কটাক্ষ হজম করেও প্রশান্ত কিশোরকে কাজে লাগাতে চায় কংগ্রেস! তুঙ্গে জল্পনা]
অর্থমন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এমন পদক্ষেপ করা হল। পেট্রল-ডিজেলের শুল্ক মকুব করলে একদিকে মুদ্রাস্ফিতী নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তেমনই চাহিদাও বাড়বে। যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে সাহায্য করবে।