Advertisement
Advertisement
Odisha

বোনকে লাগাতার ধর্ষণ, রাখির দিনই অভিযুক্ত দাদাকে ২০ বছরের জেল, আক্ষেপ বিচারপতির

শুভ দিনে এমন মামলার রায় দান ভয়ংকর, মন্তব্য বিচারপতির।

On Raksha Bandhan This Odisha Brother Sentenced 20 Year Jail For Raping Sister | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 31, 2023 9:55 am
  • Updated:August 31, 2023 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেরই ছোট বোনকে দিনের পর দিন ধর্ষণ করেছিল দাদা। এমনকী এই কারণেই ১৪ বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এই ঘটনায় অভিযুক্ত যুবককে ২০ বছর জেলের সাজা শোনাল ওড়িশা হাই কোর্ট (Odisha High Court)। এইসঙ্গে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও দু’বছরের জেল। আক্ষেপের সুরে এই ঘটনাকে নজিরবিহীন এবং চূড়ান্ত নিন্দার বলে উল্লেখ করলেন বিচারপতি।

দুর্ভাগ্যজনক ঘটনাটি ওড়িশার (Odisha) একটি গ্রামের। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে নিজেরই ছোট বোনকে বহুবার ধর্ষণ করে দাদা। এর পর ২০২০ সালের জানুয়ারিতে হুমকি দেয়, ঘটনা প্রকাশ্যে আনলে চরম ব্যবস্থা নেবে। যদিও এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এর ফলেই গোটা ঘটনা প্রকাশ্যে চলে আসে। নিম্ন আদালতে আগেই দোষী সাব্যস্ত হয়েছে যুবক। বুধবার রাখি বন্ধনের দিন ওড়িশা হাই কোর্টও দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করল। যুবককে ২০ বছরের জেলের পাশপাশি ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের জেল।

Advertisement

[আরও পড়ুন: ফের রক্তাক্ত মণিপুর, গোষ্ঠী সংঘর্ষে মৃত ২, আহত ৭]

রাখি বন্ধন উৎসবের দিন এমন মামলার রায় দেওয়া নিয়ে আক্ষেপ করলেন বিচারপতি এসকে শাহু। তিনি বলেন, “একটি শুভ দিনে এই মামলা শোনা এবং রায় প্রদান করা উভয়ই মর্মান্তিক। যেখানে একজন ভাই তার বোনকে কেবল রক্ষা করাই নয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে লালন-পালনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন।

[আরও পড়ুন: ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম’, বিগ বি’র সঙ্গে দেখা করে ফের দাবি মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement