Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

Russia-Ukraine War: ইউক্রেন ইস্যুতে সরকারের পাশেই বিরোধীরা, বিদেশমন্ত্রীর প্রশংসায় শশী থারুর

তবে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে বিলম্ব কেন, প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

Opposition supports govt's stand of abstaining from voting in UNGA। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 3, 2022 5:16 pm
  • Updated:March 3, 2022 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের (Ukraine) উপরে রুশ হামলা (Russia-Ukraine War) নিয়ে নিন্দা প্রস্তাব সংক্রান্ত ভোটাভুটি থেকে সরে দাঁড়িয়েছে ভারত। নয়াদিল্লির এই সিদ্ধান্তে কেন্দ্রের পাশেই থাকল বিরোধীরা। এদিন বিদেশমন্ত্রক একটি বৈঠকের আয়োজন করে। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন ৬টি বিরোধী দলের ৯ জন সাংসদ। সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, বৈঠকে বিরোধী দলগুলি একমত হয়েছে ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থানে।

পরে কংগ্রেস নেতা শশী থারুর টুইট করে বৈঠকের প্রশংসা করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শংকর যেভাবে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন তার প্রশংসা করেন বর্ষীয়ান নেতা। তবে শশী থারুর প্রশংসা করলেও ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরাতে দেরি কেন, এই প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Advertisement

[আরও পড়ুন: ‘রুশ সেনা জানেই না কী করতে হবে, ধ্বংস হবে ওরা’, গর্জে উঠলেন জেলেনস্কি]

ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থানের জন্য চিন ও পাকিস্তান কাছাকাছি চলে আসবে এই অভিযোগ জানানোর পাশাপাশি রাহুল বলেন, ”এই মুহূর্তে ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফেরানোই অগ্রাধিকার হওয়া উচিত।” ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা। যদিও জয়শংকরের ব্যাখ্যা, নিজেদের কেরিয়ার ছেড়ে দেশে ফেরা নিয়ে প্রাথমিক ভাবে দ্বিধাগ্রস্ত ছিলেন ওই পড়ুয়ারা। পাশাপাশি ইউক্রেন সরকারও তাঁদের আশ্বস্ত করেছিল।

Advertisement

এদিকে শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি অভিযোগ করেছেন, তাঁর একটি টুইটকে পোল্যান্ডের রাষ্ট্রদূত ‘ভুয়ো’ বলে দেগে দিলে সেটি রিটুইট করে বিদেশমন্ত্রক। পুরো বিষয়টির তীব্র নিন্দা করেন তিনি। তাঁকে সমর্থন করেন বিরোধীরা। তবে এই ঘটনাগুলি বাদ দিলে এই বৈঠকে কেন্দ্রকে সব মিলিয়ে সমর্থন করতে দেখা গিয়েছে বিরোধীদের।

[আরও পড়ুন: খাস কলকাতায় বার সিঙ্গারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বাবা-মা]

উল্লেখ্য, বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের উপরে রুশ হামলা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হলে ১৪১টি দেশ প্রস্তাবের সপক্ষে রায় দেয়। বিরোধিতা করে ৫টি দেশ। ভারত-সহ ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে। এইভাবে ভোটাভুটিতে যোগ না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই থেকেছে ভারত।

এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও ভোট দেয়নি ভারত। এদিনও সেই একই অবস্থান বজায় রেখেছে নয়াদিল্লি। গত সপ্তাহে ইউক্রেনের উপরে রাশিয়া ঝাঁপিয়ে পড়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল ভারত শেষ পর্যন্ত কার দিকে থাকবে? রাশিয়া নাকি আমেরিকা? কিন্তু কৌশলগত ভাবে কার্যত ভারসাম্যই রক্ষা করে ভোট দেয়নি ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ