Advertisement
Advertisement

সীমান্তে ফের পাক হামলা, শহিদ বিএসএফ জওয়ান

রাজৌরির সেনাঘাঁটিতে ভারী গোলাগুলি বর্ষণ পাক রেঞ্জার্সের৷ আহত আরও চার সেনা জওয়ান৷

Pak violates ceasefire in Rajouri, 1 BSF head constable dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 10:22 am
  • Updated:November 21, 2016 10:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায় পাক সেনা৷ পাল্টা জবাব দেন বিএসএফ জওয়ানরাও৷ পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে রাই সিং নামে এক বিএসএফ হেড কনস্টেবেলের৷ আহত আরও চার সেনা জওয়ান, খবর সংবাদসংস্থার৷

রাজৌরি সীমান্তে এর আগেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে পাক সেনা৷ ভারতীয় সেনার ঘাঁটিগুলির পাশাপাশি আশেপাশের জনবসতিগুলিতেও হামলা চালাচ্ছে পাক সেনা৷ শনিবার এইভাবে নৌসেরা ও সুন্দরবনি এলাকায় জনবসতিগুলিকে লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তান৷ ভারতীয় সেনাও জবাব দিচ্ছে, তবে তাঁরা খেয়াল রাখছেন পাল্টা হামলায় যেন দুই দেশের সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়৷

Advertisement

২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ভারত-পাক সীমান্তে গোলাগুলির বিরাম নেই৷ সেনা সূত্রের খবর, এখনও পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ২৮৬ বার হামলা চালিয়েছে পাকিস্তান৷ যাতে ১৪ জন নিরাপত্তাকর্মী সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement