সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে বন্ধুত্বের কথা বললেও পাকিস্তান (Pakistan) আছে সেই পাকিস্তানেই! ফের মিলল সেই প্রমাণ। শ্রীনগর-শারজা বিমানের (Srinagar-Sharjah flights) জন্য আর ব্যবহারে করা যাবে না পাকিস্তানের আকাশসীমা। এমনটাই জানিয়ে দিল ইসলামাবাদ। তাদের এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়তে চলেছে কাশ্মীরের মানুষজন।
১১ বছর পর গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শ্রীনগর-শারজা রুটে বিমান পরিষেবা চালু হয়। ইমরান খান প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে ধাক্কা খেল এই পরিষেবা। কারণ, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারলে এই রুটের বিমানগুলিকে উদয়পুর, আহমেদাবাদ, ওমান ঘুরে শারজায় পৌঁছতেই হবে। ফলে একদিকে যেমন যাত্রাপথের সময়সীমা একঘণ্টা বেড়ে যাবে তেমনই বাড়বে খরচও। স্বাভাবিকভাবেই এই রুটের বিমানের চাহিদা কমবে।
শ্রীনগর-শারজা রুটের পুনরজ্জীবনের দিনই পাকিস্তানের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইটারে তিনি প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তান কি মন বদলেছে? শ্রীনগর থেকে শারজাগামী বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে অনুমতি দিয়েছে ইসলামাবাদ? যদি সেই অনুমতি না দেয়, তাহলে এই রুটের ভবিষ্যৎও হবে ইউপিএ-২ আমলের শ্রীনগর-দুবাইয় বিমানের মতো। অকালেই মৃত্যু হবে এই রুটের। তবে ওমর আবদুল্লার আশা ছিল, পাকিস্তান হয়তো তার মন বদল করবে। দু’দেশের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু এদিন পাকিস্তানের সিদ্ধান্তে তিনি মর্মাহত বলে জানিয়েছেন।
Very unfortunate. Pakistan did the same thing with the Air India Express flight from Srinagar to Dubai in 2009-2010. I had hoped that @GoFirstairways being permitted to overfly Pak airspace was indicative of a thaw in relations but alas that wasn’t to be. https://t.co/WhXzLbftxf
— Omar Abdullah (@OmarAbdullah) November 3, 2021
টুইটারে ওমর আবদুল্লাহ লেখেন, “পাকিস্তান সেই এক কাজ করল। ২০০৯-১০ সালের ঘটনার পুনরাবৃত্তি করল তারা। দু’দেশের সম্পর্কের বরফ গলবে বলে আশা করেছিলাম। তা হল না।” পাকিস্তানের এহেন আচরণ দেখে রাজনৈতিক মহল বলছে, পাকিস্তান আছে পাকিস্তানেই। মুখে বন্ধুত্বের কথা বললেও পিছন থেকে তারা ছুরি মারবেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.