Advertisement
Advertisement

সসম্মানে ভারতীয় সেনাকে দেশে ফেরাল পাকিস্তান

মানবিকতার খাতিরেই চন্দুকে ভারতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷

Pakistan sends back captured Indian soldier Chandu Babulal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 6:27 pm
  • Updated:January 21, 2017 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাকে সসম্মানে দেশে ফিরিয়ে সৌহার্দ্যের পরিচয় দিল পাকিস্তান৷

(OMG! ছ’বছর ধরে চুল খেয়ে যাচ্ছে এই কিশোরী!)

গত বছর ২৯ নভেম্বর পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা৷ ঠিক সেই সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান চন্দু বাবুলাল চহ্বান৷ পাক সেনার তরফে প্রথমে দাবি করা হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইকের পর তাঁকে আটক করেছিল পাকিস্তান৷ তবে পরে জানানো হয়, কমান্ডারের উপর ক্ষুব্ধ হয়ে সীমান্তের বেড়াজাল টপকে পাকিস্তানে পালিয়ে যান তিনি৷ এবং সেখানে পাক সেনার কাছে আত্মসমর্পণ করেন তিনি৷ অবশেষে শনিবার দুপুরে তাঁকে সসম্মানে ভারতে ফিরিয়ে দেওয়া হল৷ ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় তাঁকে৷ পাক সেনার তরফে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে৷ মানবিকতার খাতিরেই চন্দুকে ভারতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷

Advertisement

(কেবল মুসলিমদের সাহায্য করেন সুষমা স্বরাজ!)

প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে জানান, সার্জিক্যাল স্ট্রাইকের পরের দিনই এই দেশ থেকে চলে গিয়েছিলেন চন্দু৷ পাকিস্তানকে সেই কথা জানানো হলেও প্রথমে তাঁকে ছাড়তে রাজি হয়নি প্রতিবেশী দেশ৷ অবশেষে সম্মতি দেয় তারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ