Advertisement
Advertisement
Karnataka

‘পাকিস্তানপন্থীদের গুলি করে মারা উচিত’, কর্নাটকের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান ঘিরে তোলপাড় কর্নাটকের রাজনীতি।

Pakistan supporters should be shot dead, controversial speech of Karnataka minister

কর্নাটকের কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী কে এন রাজান্না

Published by: Amit Kumar Das
  • Posted:March 9, 2024 7:41 pm
  • Updated:March 9, 2024 7:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় কংগ্রেস নেতার জয়ের পর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান কর্নাটকে! এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম দ্রাবিড় রাজনীতি। গোটা ঘটনায় মুখ পুড়েছে হাত শিবিরের। এই ইস্যুতে কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা কর্নাটকের মন্ত্রী কে এন রাজান্না (KN Rajanna)। সুর চড়িয়ে তিনি বলেন, “যারা পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছে তাঁদের গুলি করে মারা উচিত।” শুধু তাই নয়, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো কর্নাটকেও বুলডোজার নীতি চালুর পক্ষে সওয়াল করেন রাজান্না।

ঘটনার সূত্রপাত গত ২৭ ফেব্রুয়ারি। রাজ্যসভায় কংগ্রেসের (Congress) নবনির্বাচিত সদস্য সৈয়দ নাসির হুসেনের জয় উপলক্ষে কর্নাটক বিধানসভার বাইরে স্লোগান ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’! এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তবে বিতর্ক এখানেই মেটেনি। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে দেশ বিরোধিতার অভিযোগ তুলেছিল বিজেপি (BJP)। শনিবার কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কে এন রাজান্নাও সুর চড়ালেন। তিনি বলেন, “কংগ্রেসের ভাবমূর্তি যথেষ্ট পরিস্কার। আগের চেয়ে আরও বেশি উন্নত। সেখানে যদি কেউ এই ধরনের স্লোগান দেয়, তাহলে তাঁকে গুলি করে মারা উচিত। আমার মনে হয় এটা করলে কোনও ভুল হবে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘দুঃখিত গোটা মালদ্বীপ’, মুইজ্জুর ‘চিনপ্রেমে’ ভারতের কাছে ক্ষমাপ্রার্থী দ্বীপরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট]

শুধু তাই নয়, দেশজুড়ে তীব্র সমালোচিত উত্তরপ্রদেশের বুলডোজার নীতির পক্ষেও এদিন সওয়াল করেন কর্নাটকের মন্ত্রী। সরকারের বুলডোজার নীতির ফলে উত্তরপ্রদেশের মতো জনবহুল রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করে রাজান্না বলেন, “উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে অভিযুক্তদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এটা ঠিক যে এমন কোনও আইন সংবিধানে নেই, কিন্তু সেই রাজ্যে আইনশৃঙ্খলা কি নিয়ন্ত্রণে নেই? আমরা কখনই এর বিরোধিতা করব না।”

Advertisement

[আরও পড়ুন: মহাসংকটে হিমাচলের কংগ্রেস সরকার, বিজেপির আশ্রয়ে বিদ্রোহী বিধায়করা, বাড়ছে সংখ্যাও]

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কর্নাটকে ছিল রাজ্যসভার নির্বাচন। নির্বাচনে কংগ্রেস প্রার্থী করেছিলেন মল্লিকার্জুন খাড়গের রাজনৈতিক সচিব নাসির হুসেন-কে। নির্বাচনে জেতার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হুসেন। সেই সময় তাঁর অনুগামীরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয় বলে অভিযোগ বিজেপির। সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। যদিও কংগ্রেসের দাবি, ওই ভিডিও ভুয়ো। আসলে সেখানে স্লোগান দেওয়া হয়েছিল ‘নাসির সাব জিন্দাবাদ’। সেটাই বিকৃত করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ করা হয়েছে। তবে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ৩ অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ভিডিওটি পাঠানো হয় ফরেনসিক টেস্টের জন্য। এরই মাঝে, পাকিস্তানপন্থী স্লোগান যারা দিচ্ছে, তাঁদের গুলি করে মারার কথা বললেন কর্নাটকের কংগ্রেস মন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ