সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে এবার মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পথে আধা সেনার অবসরপ্রাপ্ত আধিকারিকরা। রবিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ দেখান আধা সেনার অবসরপ্রাপ্ত আধিকারিকদের একটা বড় অংশ। তাদের দাবি, মোদি সরকার তাদের সঙ্গে সৎ ছেলের মতো আচরণ করছে। বিক্ষোভকারীদের দাবিগুলির মধ্যে অন্যতম, ওয়ান ব়্যাঙ্ক, ওয়ান পেনশন চালু করা। বন্ধ হয়ে যাওয়া পেনশন নীতি পুনরায় চালু করা। জরুরি অবস্থায় বিশেষ পে-প্যাকেজের ব্যবস্থা করা।
পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক, হোক কিংবা এয়ারস্ট্রাইক। সীমান্তে অতন্দ্র প্রহরা হোক কিংবা দেশের অভ্যন্তরে সন্ত্রাস বা নাশকতার ছক বানচাল করা। যাদের উপর গোটা দেশের নিরাপত্তা নির্ভরশীল তাদের সঙ্গেই এবার দ্বিচারিতা করার অভিযোগ উঠল সরকারের বিরুদ্ধে। গত পাঁচ বছরে মোদি সরকার আধা সেনাকর্মীদের দেওয়া কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার অবসরপ্রাপ্ত আধা সেনাকর্মী। বিক্ষোভরত এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সঙ্গে দিওয়ালি পালন করেন, অথচ আমাদের দাবি মানেন না। আমরা ২০০৪ সালের পর থেকে পেনশন পাচ্ছি না। আমাদের জন্য এখনও ওয়ান ব়্যাঙ্ক, ওয়ান পেনশন পদ্ধতি চালু হয়নি। এমনকী আমাদের মৃত জওয়ানদের শহিদের মর্যাদাও দেয় না সরকার।” আরেক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মোদি সরকার আধা সেনা আধিকারিকদের সঙ্গে সৎ ছেলের মতো আচরণ করছে। যদি, আমাদের দাবি পূরণ না হয়, তাহলে ২০১৯ লোকসভা নির্বাচনে সরকারকে আমরা কড়া বার্তা দেব।” ‘ওয়ান ব়্যাঙ্ক, ওয়ান পেনশন’, আধা সেনা আধিকারিকদের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য দাবি করেন, ‘ওয়ান ব়্যাঙ্ক, ওয়ান পেনশন’-এর এই দাবি আংশিকভাবে পূরণ করেছে সরকার। কিন্তু আধা সেনার অবসরপ্রাপ্ত আধিকারিকদের অভিযোগ, তাদের ভাগ্যে এখনও শিকে ছেঁড়েনি।
এমনিতে জাতীয়তাবাদী দল হিসেবেই পরিচিত বিজেপি। ক্ষমতায় আসার আগে আধা সেনা আধিকারিকদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, মোদি জমানার শেষে যখন সীমান্তে উত্তেজনা তুঙ্গে তখনই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সরকারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.