সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বারও কন্যাসন্তান। বোঝা মনে হয়েছিল বাবা-মার! সেই ‘ঝামেলা’ না রাখতে ৯ দিনের শিশুকন্যাকে খুন করলেন দম্পতি! তার পর দেহ বাড়ির পিছনের জমিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে।
অভিযুক্ত দম্পতির নাম সি জিভা এবং জে ডায়ানা। তাঁদের দুবছরের একটি কন্যাসন্তান রয়েছে। ২৭ আগস্ট তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয়। পরে ডায়ানার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যান তিনি।
অভিযোগ, দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় আশাহত হয়েছিলেন তাঁরা। এর পরই শিশুটিকে মারার পরিকল্পনা করেন! সেই মতো শিশুকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে ‘খুন’ করেন তাঁরা। শিশুটি মারা গেলে কোনও আত্মীয়কে না জানিয়েই তড়িঘড়ি দেহটি পুঁতে দেন বাড়ির পিছনের জমিতে।
এর পর ডায়ানা তাঁর বাবাকে ফোন করে জানান, শিশুটির শরীর খারাপ হয় ও তার মৃত্যু হয়েছে। তবে মেয়ের কথাবার্তা শুনে তাঁর সন্দেহ হয়। চলতি মাসের ৪ তারিখ তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের বাড়িতে গিয়ে তদন্তকারীরা দেখেন দম্পতি পালিয়ে গিয়েছেন। বাড়ির পিছনের জমি খুঁড়ে শিশুটিকে পাওয়া যায়। দেহ উদ্ধার করে জেলাশাসকের উপস্থিতিতে শিশুটির ময়নাতদন্ত হয়।
অভিযুক্তদের ধরতে ভেলোর পুলিশের তরফ থেকে বিশেষ দল গঠন করা হয়। অবশেষে শনিবার পুলিশের হাতে ধরা পড়েছেন দম্পতি। শীঘ্রই তাঁদের আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.