Advertisement
Advertisement
Rajiv Kumar

সন্দেশখালি যেতে সুকান্তকে বাধা! রাজীব কুমার-সহ তিন IPS অফিসারকে তলব সংসদীয় কমিটির

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। তখন অসুস্থও হয়ে পড়েন তিনি। এনিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ ঠুকেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ।

Parliamentary Committee summons WB Police DG Rajiv Kumar including 2 IPS | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 15, 2024 9:08 pm
  • Updated:February 15, 2024 9:33 pm

নন্দিতা রায় ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। তখন অসুস্থও হয়ে পড়েন তিনি। এনিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ ঠুকেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ মোট তিন IPS অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। এনিয়ে তীব্র ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল।

জানা গিয়েছে, রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে। তাঁদের ১৯ ফেব্রুয়ারি, সোমবার সকাল সাড়ে ১০টায় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরা দিতে হবে। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। সাংসদ শান্তনু সেনের কথায়, “সুকান্ত মজুমদার নাটক করছেন। সেই নাটকের ভিত্তিতে রাজ্য পুলিশের তিন আধিকারিককে তলব করেছে সংসদীয় কমিটি।” এর পরই তাঁর প্রশ্ন, যেদিন দিল্লির পুলিশ, অমিত শাহের পুলিশ তৃণমূল সাংসদদের মারতে মারতে সরিয়ে নিয়ে গিয়েছিল, মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে সরিয়েছিল, সেদিন এই সংসদীয় কমিটি কোথায় ছিল? তখন কেন তাদের ডেকে পাঠায়নি? সুকান্ত মজুমদার কাল যে নাটক করেছে, তা গোটা বিশ্ব দেখেছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘লোকসভায় একাই লড়ব’, ইডি তলবের পরই ‘ইন্ডিয়া’ ছাড়লেন ফারুক, এবার এনডিএতে?]

প্রসঙ্গত, বুধবার সকালে সন্দেশখালি যাওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তবে মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালির ১৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান। কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। সন্দেশখালি যাওয়ার পথে টাকিতেই অসুস্থ সুকান্ত মজুমদার। পুলিশের গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। প্রবল ঝাঁকুনিতে গাড়ি থেকে পড়ে যান। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পুরো বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানান সুকান্ত। 

Advertisement

[আরও পড়ুন: ভারতরত্ন দিতে হবে সাইরাস পুনাওয়ালাকে, বন্ধুর জন্য গলা ফাটাচ্ছেন শরদ পাওয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ