Advertisement
Advertisement
Minister Partha Chatterjee

Partha Chatterjee: বুকে ব্যথা, ভুবনেশ্বর নেমে ইশারায় বোঝালেন পার্থ, এইমসে ঢোকার পথে বিক্ষোভ

এইমসে তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড।

Minister Partha Chatterjee reached Bhubaneswar, indicates chest pain
Published by: Sucheta Sengupta
  • Posted:July 25, 2022 11:41 am
  • Updated:July 25, 2022 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসকেএমের চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করায় ইডি-র হাতে গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Minister Partha Chatterjee) ভুবনেশ্বরের এইমসে ভরতি করা হয়েছে। সোমবার সকালেই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর (Bhubaneswar)। বিমানবন্দর থেকে সরাসরিই এইমসে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। অ্যাম্বুল্যান্স থেকে নামার পরই তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, ”কেমন আছেন?” তাঁর মুখে কোনও কথা ছিল না। শুধু বুকে হাত দিয়ে ইশারায় বোঝালেন, ভাল নেই, বুকে ব্যথা রয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক শারীরিক অসুস্থতা আছে। হার্টের সমস্যা, হাঁটুর ব্যথা, থাইরয়েড – নানাবিধ অসুস্থতায় ভুগছেন তিনি। এই অবস্থায় টানা জেরার পর শনিবার তাঁকে গ্রেপ্তারের পর প্রথমে জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়। পরে আদালতে পেশ করার সময় তিনি অসুস্থ বোধ করেন। ২ দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দেওয়ার পর মন্ত্রীকে এসএসকেএমে পাঠাতে বলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। তাতে আপত্তি জানায় ইডি। রবিবার এই নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) সওয়াল-জবাবের পর পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। 

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু, সংসদে উঠল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান]

সেইমতো সোমবার সকালে তাঁকে এয়ার অ্য়াম্বুল্যান্সে সেখানে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই নিরাপত্তা বলয় আঁটসাঁট করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে ভরতির সময়। আর তার জেরেই গেটের সামনে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়। এইমসে চিকিৎসা করতে যাওয়া রোগীর আত্মীয়রা প্রশ্ন তোলেন, ”হাইপ্রোফাইল মন্ত্রীকে উড়িয়ে এনে এইমসে চিকিৎসা করানোর জন্য আমজনতাকে কেন বঞ্চিত করা হবে?”  বাংলার নানা জেলা থেকে ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে যান রোগীরা। ভোর থেকে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা পান। কিন্তু রাতারাতি বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে ভরতি হওয়ার কারণে নিরাপত্তার দোহাই দিয়ে তাঁদের অপেক্ষা করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগে ফেটে পড়েন রোগীর পরিবারের  সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: ‘মাকে দেখবেন’, মন্তব্য করে ফের ট্রোলড পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা]

এদিকে, এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এক চিকিৎসক সাংবাদিকদের জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।  নতুন করে তাঁর  স্বাস্থ্যপরীক্ষা হবে। বিকেল তিনটের মধ্যে সেসব রিপোর্ট পাওয়ার কথা। তারপর ভারচুয়ালি সেই রিপোর্ট পেশ করা হবে কলকাতায় ইডির বিশেষ আদালতে। এখানেই আজ পার্থ চট্টোপাধ্য়ায়ের মামলার শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ